Madra Students Hospitalised

বর্ধমানের মাদ্রাসায় পচা খাবার খেয়ে অসুস্থ অন্তত ৬০ জন পড়ুয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে

ওই মাদ্রাসার সভাপতি শেখ আসরফ আলি বলেন, “শুক্রবার রাত থেকে দু’একজন পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। আমরা সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। সম্ভবত, খাবারের কোনও সমস্যা ছিল। তা থেকেই এমনটা হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ একাধিক মাদ্রাসার পড়ুয়া।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০৮:৫৪

মাদ্রাসায় পচা খাবার খেয়ে অসুস্থ ৬০ জন পড়ুয়া। হাসপাতাল সূত্রের খবর, তারা ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে পূর্ব বর্ধমানের আউশগ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, খাবারে বিষক্রিয়ার জেরে এমন ঘটনা ঘটেছে। স্বাস্থ্য কেন্দ্রে আক্রান্তদের ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, পিচকুড়ি নববিয়া মাদ্রাসায় প্রায় দু’শো জন আবাসিক পড়ুয়াকে নিয়ে মাদ্রাসাটি পরিচালিত হয়। শনিবার সকাল থেকেই ওই মাদ্রাসার একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। জ্বর,পেটে ব্যথা,বমি-সহ একাধিক উপসর্গ দেখা দেয়। এর পর বিকেল হতেই অসুস্থতার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। চিকিৎসকদের অনুমান, শুক্রবার দুপুর অথবা রাতে যে খাবার তারা খেয়েছিল, তা থেকেই বিষক্রিয়া হয়েছে। 

এর পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও শিক্ষকেরা মিলে তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করেন। শনিবার সন্ধ্যা নাগাদ তাঁদের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয়। জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতর সূত্রের খবর, অধিকাংশ পড়ুয়া স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে কয়েক জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই দিন রাতে এর মধ্যে সাত জন আক্রান্তকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

ওই মাদ্রাসার সভাপতি শেখ আসরফ আলি বলেন, “শুক্রবার রাত থেকে দু’একজন পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। আমরা সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। সম্ভবত, খাবারের কোনও সমস্যা ছিল। তা থেকেই এমনটা হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”


Share