Special Intensive Rivision

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু এক বৃদ্ধের, ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার দেহ

রবিবার এসআইআর আতঙ্কে আত্মঘাতী সুশান্ত বিশ্বাস(৬০)। সকালেই নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় তার দেহটি উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এস আই আর নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত।

এসআইআর আতঙ্কে আত্মঘাতী সুশান্ত বিশ্বাস(৬০)।
নিজস্ব সংবাদদাতা, রাণাঘাট
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪০

এসআইআর - এর শেষ ফর্ম জমা নেওয়ার তারিখ এই মাসের ১১ তারিখেই শেষ হয়ে গেছে। আগামীকাল প্রথম খসড়া তালিকাও বের হয়ে যাবে। তবুও মানুষের মনে আতঙ্ক যেন কিছুতেই কমছে না। ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী এক ৬০ বছরের বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাটের ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ার।

রবিবার এসআইআর আতঙ্কে আত্মঘাতী সুশান্ত বিশ্বাস(৬০)। সকালেই নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় তার দেহটি উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এস আই আর নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত। কোথাও বেরোতেন না। ঠিকমতো কারো সঙ্গে কথা বলতেন না। এমনকি সকালে বাজার যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। 

বারংবার পরিবার এবং প্রতিবেশীদের তরফ থেকে বোঝানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। সুশান্তের স্ত্রী নমিতা বিশ্বাস জানান, সুশান্ত বিশ্বাসের মা মারা গেছে ২০০০ সালে। কিন্তু তখন মৃত মায়ের ডেথ সার্টিফিকেট বের করতে পারেননি সুশান্ত। তিনি বলেন, " মা মারা যাওয়ার পর ডেট তার সার্টিফিকেট ছিল না সুশান্তর কাছে। ওনার ধারণা হয়েছিল ২০০০ সালে মা মারা গেছে। সেজন্য মায়ের নাম ২০০২ - এর ভোটার লিস্টে ছিল না। ফলে ভোট দিতে পারবেন না সুশান্ত। সেই কারণেই আতঙ্কে ছিলেন সুশান্ত বিশ্বাস।" 

যদিও এই বিষয়ে পুলিশ স্পষ্ট ভাবে কিছু জানায়নি। রানাঘাট থানার পুলিশ তদন্তের ভার গ্রহণ করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


Share