Gold biscuits worth 5 crore recovered from border

ফের বড় সাফল্য বিএসএফের, সীমান্ত থেকে উদ্ধার ৫ কোটি টাকার সোনার বিস্কুট

বৃহস্পতিবার, প্রতিদিনের মত ৩২ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বানপুর সীমান্ত চৌকিতে মোতায়েন ছিল। টহল দেওয়ার সময় তাঁরা সীমান্ত সড়ক দিক থেকে বানপুর গ্রামের দিকে আসতে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়।

উদ্ধার হওয়া সোনার বিস্কুট
নিজস্ব সংবাদদাতা, বানপুর
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০২:২০

ফের বিএসএফের বড় সাফল্য। ৩২ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক বানপুর সীমান্তবর্তি এলাকা থেকে উদ্ধার হল পাঁচ কোটি টাকার সোনার বিস্কুট। যার ওজন ৪ হাজার ২৩৪ গ্রাম। সোনার বিস্কুট - সহ পাচারকারীকে ধরতে সক্ষম হয়েছে বিএসএফ। এই অভিযান সীমান্ত পারাপার পাচারচক্রের জন্য একটি বড়সর ধাক্কা।

বৃহস্পতিবার, প্রতিদিনের মত ৩২ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বানপুর সীমান্ত চৌকিতে মোতায়েন ছিল। টহল দেওয়ার সময় তাঁরা সীমান্ত সড়ক দিক থেকে বানপুর গ্রামের দিকে আসতে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। সন্দেহ হওয়ায় জওয়ানরা সেই ব্যক্তিকে দাঁড়াতে বলে। কিন্তু ব্যক্তিটি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। সন্দেহভাজন ব্যক্তির পিছনে তারা করে সেনা জওয়ান সেই ব্যক্তিটিকে ধরে ফেলতে সক্ষম হয়। 

ব্যক্তিটির তল্লাশি চালানোর সময় তাঁর কাছ থেকে প্যাকেটবন্দি ৩৬ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য পাঁচ কোটি। পাশাপাশি আটক করা হয় পাচারকারীকে। আটক পাচারকারী এবং উদ্ধার হওয়া সোনা পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

চলতি মাসে এটি বিএসএফের তৃতীয় বড় সাফল্য। উল্লেখ্য, দুদিন আগেই নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করতে সক্ষম হয়েছিল বিএসএফ। এবার তার রেস কাটতে না কাটতেই, আবারও সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়।


Share