Youth Allegedly Been Beaten Up

পথকুকুরকে টোটো চাপা দেওয়ার অভিযোগ, প্রতিবাদ করলে লোহার রড দিয়ে হামলা! ঘটনায় মাথা ফাটল এক ব্যক্তির

ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল ১০টা নাগাত। সন্তু পোদ্দার নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ির সামনে শুয়ে ছিল একটি পথকুকুর। সেই সময় শুভম সাহা নামে এক টোটো চালক তীব্র গতিতে এসে কুকুরটিকে সজোরে ধাক্কা মারে।

সন্তু পোদ্দার
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:০৮

পথকুকুরকে টোটো চাপা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদ করায় এক স্থানীয় বাসিন্দাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার শান্তিগড় ১ নম্বর কলোনি এলাকায়। বর্তমানে জখম ব্যক্তি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল ১০টা নাগাত। সন্তু পোদ্দার নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ির সামনে শুয়ে ছিল একটি পথকুকুর। সেই সময় শুভম সাহা নামে এক টোটোচালক তীব্র গতিতে এসে কুকুরটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই পথকুকুরটি রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। সন্তুর দাবি, দৃশ্যটি চোখের সামনে ঘটতে দেখে তিনি প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

অভিযোগ, প্রতিবাদের জেরে টোটো চালক শুভম সাহা আচমকা লোহার রড হাতে সন্তুর উপর চড়াও হয়। রড দিয়ে আঘাত করলে সন্তুর মাথা ফেটে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি শান্তিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। 

স্থানীয় সূত্রের খবর, শুভমের বিরুদ্ধে রাস্তাঘাটে অত‍্যাধিক গতিতে গাড়ি চালানো-সহ সাধারণ মানুষকে ধমকানো অভিযোগ রয়েছে। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।শান্তিপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় কী হয়েছিল তা জানতে আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনে সিসি ক্যামেরার ফুটেজও দেখা হবে।


Share