Attack on gold trader

ফুলেশ্বরের পর উলুবেড়িয়া, সোনার ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মারধর, অল্পের জন্য ভেস্তে গেল লুটের পরিকল্পনা, তদন্তে পুলিশ

উলুবেড়িয়ায় ফের স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা! দোকান থেকে ফিরছিলেন অশোক দে, পথে বাঁশের আঘাতে গুরুতর জখম হন তিনি। লুটের চেষ্টা ব্যর্থ। আগের ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও যোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়ার
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৫০

হাওড়ার উলুবেড়িয়ায় ফের স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা ও লুটের চেষ্টার অভিযোগ উঠল। বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার পূর্ব কালীনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, আক্রান্ত ব্যবসায়ীর নাম অশোক দে, বাড়ি গঙ্গারামপুরে। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। অল্পের জন্য লুঠের হাত থেকে বাঁচেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজিয়াখালি রাঙামাটি এলাকায় অশোকবাবুর সোনার দোকান রয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। হুগলি নদীর ধারের বাঁধের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর পথ রোধ করে। তাদের মধ্যে একজন বাঁশ দিয়ে অশোকবাবুর বাঁ হাতে আঘাত করে বলে অভিযোগ। ধাক্কায় তিনি বাইকসহ রাস্তায় পড়ে যান। এর পরেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করান। সেখানকার চিকিৎসকেরা জানান, তাঁর বাঁ হাত ভেঙে গিয়েছে। ঘটনায় আতঙ্কিত অশোকবাবু জানিয়েছেন, শীতের কারণে কয়েক দিন ধরে আগেভাগে দোকান বন্ধ করছিলেন তিনি। হামলার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগেই ফুলেশ্বর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ও সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবারের হামলার সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।


Share