Infant Body Found

আবর্জনার স্তুপে নবজাতকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল শিলিগুড়িতে, ময়নাতদন্তের জন‍্য হাসপাতালে পাঠালো পুলিশ

সূর্যসেন পার্কের পিছন দিকে আবর্জনার স্তুপ থেকে এক নবজাতকের দেহ উদ্ধার। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

আবর্জনার স্তুপ থেকে এক নবজাতকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০১:০৬

শিলিগুড়িতে মহানন্দা নদীর ধারে সূর্যসেন পার্কের পিছন দিকে আবর্জনার স্তুপ থেকে এক নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বুধবার বিকেলে সেখানে খেলতে গিয়ে এক শিশু প্রথমে দেহটি দেখতে পায়। সে বিষয়টি অন্যদের জানালে স্থানীয়েরা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, মৃত শিশুটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই মাস। তার শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।


Share