Drug Money Dispute

নেশার টাকার দাবি ঘিরে তীব্র বিবাদ, প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেফতার প্রেমিকা

নেশার টাকার দাবি ঘিরে বিবাদে শিলিগুড়িতে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগে এক মহিলা গ্রেফতার। গুরুতর আহত যুবকের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রেফতার অভিযুক্ত প্রেমিকা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১০:২১

নেশার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে তীব্র বিবাদের জেরে প্রেমিককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। গুরুতর আহত অবস্থায় যুবকের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম প্রতিমা গুরুং। তিনি শিলিগুড়ির দেবিডাঙা এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম মনোজ শ্রীবাস্তব, তিনিও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রতিমা গুরুং-এর স্বামীর মৃত্যুর পর মনোজ শ্রীবাস্তবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। ধীরে ধীরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মনোজের নেশার আসক্তিকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কে ক্রমশ টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, প্রায়ই নেশার জন্য প্রতিমার কাছে টাকা দাবি করতেন মনোজ। এই বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে নিয়মিত অশান্তি চলছিল।

পুলিশের দাবি, নেশার টাকার দাবিতে অতিষ্ঠ হয়ে প্রতিমা এই সম্পর্ক থেকে সরে আসতে চাইলেও মনোজ তাঁকে ছাড়তে চাইছিল না। বরং সময়ের সঙ্গে সঙ্গে টাকার দাবি আরও বাড়তে থাকে।

ঘটনাটি ঘটে গতকাল। অভিযোগ, মনোজ শ্রীবাস্তব প্রতিমার বাড়িতে গিয়ে নেশার জন্য টাকা দাবি করেন। প্রতিমা টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। সেই সময় মনোজ প্রতিমাকে মারধর করেন এবং ‘পাগল’ বলে গালিগালাজ করেন বলে অভিযোগ। এই অপমান ও শারীরিক নির্যাতনে ক্ষুব্ধ হয়ে প্রতিমা নিয়ন্ত্রণ হারিয়ে রান্নাঘরে রাখা একটি ছুরি দিয়ে মনোজকে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় মনোজ শ্রীবাস্তব লুটিয়ে পড়েন। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

ছুরিকাঘাতের অভিযোগে পুলিশ প্রতিমা গুরুং-কে গ্রেফতার করেছে। আজ তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশের প্রাথমিক জেরায় প্রতিমা জানান, তিনি ইচ্ছাকৃতভাবে হামলা করতে চাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতেই হঠাৎ তাঁর হাত চলে যায় বলে দাবি করেন তিনি।

বর্তমানে আহত মনোজ শ্রীবাস্তব কথা বলার মতো অবস্থায় না থাকায় তাঁর বয়ান নেওয়া সম্ভব হয়নি। পুলিশ তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলেছে। মনোজ সুস্থ হলে তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share