Drug smuggling

শিলিগুড়িতে মাদক পাচারে বড় ধাক্কা, পার্সেল ভ্যানে লুকিয়ে কাফ সিরাপ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

আশিঘর ফাঁড়ির পুলিশের অভিযানে একটি ট্রান্সপোর্ট কর্পোরেশনের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার গাড়ির চালক ও ট্রান্সপোর্ট সংস্থার ম্যানেজার। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

আটক অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১০:১৪

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশের অভিযানে একটি ট্রান্সপোর্ট কর্পোরেশনের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়ির চালক কানাই শীল এবং সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট সংস্থার ম্যানেজার শুভঙ্কর দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর একটিয়াশাল এলাকায় একটি পার্সেল ভ্যানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

কোথা থেকে এই কাফ সিরাপ আনা হচ্ছিল এবং কোথায় তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে।


Share