Cruelty to Animals

নদিয়ায় প্রধানশিক্ষকের ‘নেতৃত্বে’ পথকুকুরকে পিটিয়ে মারল ছাত্রেরা, থানায় অভিযোগ দায়ের

নদিয়ার গয়েশপুরের নেতাজি বিদ্যামন্দির (বালক) বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

অভিযুক্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা: কল‍্যানী
  • শেষ আপডেট:০৯ জুলাই ২০২৫ ০৫:৫৫

স্কুলচত্বরে অমানবিক চিত্র! অসুস্থ পথকুকুরকে পিটিয়ে মারল ছাত্রেরা। সেই স্কুলের প্রধানশিক্ষক এমন কাজের ‘নেতৃত্ব’ দিচ্ছেন। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (এখন কলকাতা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। এর পরেই ঘটনার নিন্দা করে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং পশুপ্রেমীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

নদিয়ার গয়েশপুরের নেতাজি বিদ্যামন্দির (বালক) বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এটি অসুস্থ পথকুকুরকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। পা-মাথা-পেটে আঘাত করার কিছু ক্ষণ পরেই অবোলা প্রাণীটি নিস্তেজ হয়ে পড়ছে। যারা মারছেন তাদের পড়নে স্কুলের পোশাক রয়েছে। পাশে দাঁড়িয়ে আছেন স্কুলের প্রধানশিক্ষক-সহ আরও দু’জন। তাদের মধ্যেও একজন হাতে লাঠি নিয়ে ছাত্রদের সঙ্গে কুকুরটিকে হত‍্যা করছেন। এমন কাজে বাধা দেওয়ার বদলে প্রধানশিক্ষক হাসছেন। এরম অমানবিক ভিডিয়ো দেখে নেটিজেনরা শিউরে উঠছেন। নিন্দার ঝড় উঠতে শুরু করেছে সমস্ত মহলে।

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতেই একদল লোক কল‍্যানী থানার দ্বারস্থ হন। তারা পথকুকুরটিকে পিটিয়ে মারায় অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। পুলিশ সুত্রের খবর, এই ঘটনায় প্রধানশিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে কল‍্যানী থানার পুলিশ। 

অন্যদিকে নদিয়া দক্ষিণের অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের সহ সভাপতি স্বরূপ দত্ত বলেন, “কুকুরটি অসুস্থ হয়ে থাকে তাহলে প্রধানশিক্ষক পুরসভাকে বিষয়টি জানাতে পারতেন। ছাত্রদেরকে পুরসভার কর্মী বানিয়ে নেতৃত্ব দিয়ে এমন কাজ করিছেন।” তিনি আরও বলেন, “বিদ্যালয় হল শিক্ষার মন্দির। আর সেই চত্ত্বরে এমন অমানবিক চিত্র আমরা দেখব বলে আশা করিনি।”


Share