Rape Allegation

স্বামীকে জেলমুক্তি করার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

জানা গিয়েছে, স্বামী কেন্দ্রীয় সংস্থার একটি মামলায় জেলে ছিলেন। তাঁকে জামিন করানোর চেষ্টা করছিলেন তাঁর স্ত্রী। সেই সুত্রেই তাঁর সঙ্গে যুবকের আলাপ হয়।

অভিযুক্তকে পেশ করা হল আদালতে।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:২৪ জুলাই ২০২৫ ০৬:৩১

জেলবন্দি স্বামীকে জামিনে মুক্ত করানোর প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল কলকাতায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবকের পার্কস্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার অভিযুক্তকে নগর দায়রা আদালতে পেশ করানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী মহিলার স্বামী কেন্দ্রীয় সংস্থার একটি মামলায় জেলে ছিলেন। তাঁকে মুক্ত করানোর জন্য, তাঁর স্ত্রী জামিনের বন্দোবস্ত করার চেষ্টা করছিলেন। সেই সূত্রেই তরুণীর বীরভূমের এক যুবকের সঙ্গে আলাপ হয়। যুবক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তরুণীর স্বামীর জামিন করিয়ে দেবেন। অভিযোগ, এর পর ওই যুবক তরুণীকে সঙ্গে করে হোটেলে নিয়ে যায়। সেখানে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তরুণীর আরও অভিযোগ, অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেছে। অভিযুক্ত যুবক তিনি সেনা বলেও পরিচয় দিয়েছিল।

তরুণী পুলিশকে আরও জানিয়েছেন, নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল ধৃত যুবক। ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ একাধিক বার এই হুমকি দিয়ে তরুণীর সঙ্গে অভিযুক্ত শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। পরে তাঁর স্বামী জেল থেকে মুক্তি পান। লালবাজার সূত্রের খবর, চলতি মাসে তরুণী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওয়াটগঞ্জ থানা এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালায়। রাত ১০টা নাগাদ ৩৪ বছর বয়সি অভিযুক্তকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীর সঙ্গে ওই যুবকের কী ধরনের সম্পর্ক ছিল, কী সূত্রে কোথায় কী ভাবে আলাপ হল, খতিয়ে দেখা হচ্ছে। আজ, বৃহস্পতিবার অভিযুক্তকে ব‍্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়।


Share