Kolkata Metro Rail

প্ল্যাটফর্মের পিলারে ধরেছে ফাটল, ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন, জারি হল টেন্ডার

এই সংস্কারের কাজে খরচ হবে ৯ কোটি ৪২ লক্ষ টাকা৷ মেট্রো সূত্রের খবর, ১১, ১৬, ১৭ এবং ২৯ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে৷

কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে নতুন করে তৈরি করা হবে।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:৩১ জুলাই ২০২৫ ০৩:১৯

ব্লু লাইনে আপ লাইনে সর্বশেষ মেট্রো স্টেশন হল কবি সুভাষ। যেটি দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। সেই স্টেশনের বেশ কয়েকটি পিলারে ফাটল দেখা দেওয়ার কারনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হয়েছে স্টেশন। এ বার সেইকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সেই মর্মে একটি দরপত্র ডাকা হয়েছে। দ্রুত কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা।

বুধবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনে কাঠামোগত মূল্যায়ন করা হয়েছে। এর পরেই আরআইটিইএস-এর সুপারিশের ভিত্তিতে আপ প্ল্যাটফর্মের পুনর্বাসনের পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো জানিয়েছে, প্ল্যাটফর্ম ও ছাদের কভার অপসারণ করা হবে। আপ প্ল্যাটফর্মের কলাম প্ল্যাটফর্ম স্ল্যাব ভেঙে ফেলা হবে। নতুনভাবে তৈরি করা হবে আপ প্ল্যাটফর্ম। এই সমস্ত কাজ আগামী ন’মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

৪ অক্টোবর ২০১০ সালে চালু করা হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। তদানীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই স্টেশনের উদ্বোধন করেছিলেন। মাত্র ১৫ বছরের মধ্যেই সেই স্টেশনের পিলারে ফাটল ধরায় বিপত্তি এড়াতে পুরোপুরি ভেঙে নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আগামী ১৯ আগস্ট দরপত্র নেওয়া হবে। ওই দিনই খোলা হবে দরপত্র ৷ এই সংস্কারের কাজে খরচ হবে ৯ কোটি ৪২ লক্ষ টাকা৷ মেট্রো সূত্রের খবর, ১১, ১৬, ১৭ এবং ২৯ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে৷

গত ২৮ জুলাই দুপুরে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে চারটি কলামে ফাটল ধরা পড়ে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই দিন দুপুরেই ১২টা ৪৫ মিনিট থেকে যাত্রী পরিষেবা সাময়িকভাবে প্রত্যাহার  নেওয়া হয়। মেট্রোর দাবি, ওই দিন শহরে গত পাঁচ বছরে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছিল। যার ফলে ওই এলাকায় ভূমি বসে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তাঁরা।

যদিও ব্লু লাইনে বর্তমানে আপ এবং ডাউন উভয় দিকেই শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


Share