Loan Fraud

সরকারি আধিকারিক পরিচয়ে নথি জাল করে ব‍্যাঙ্ক প্রতারণার অভিযোগ, গ্রেফতার যুবক

আকাশ ধিবার (২৮)-কে বাঁকুড়া জেলার সোনামুখী থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ধৃতকে বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:২৩ জুলাই ২০২৫ ০৬:২৩

নিজেদের রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক পরিচয়ে ব‍্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কলকাতায়। কলকাতা পুলিশের কাছে বেসরকারি ব‍্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই প্রতারণার সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে, এই চক্র বিভিন্ন লোকের সরাসরি নথি সংগ্রহ করত। তার পরে তা দিয়ে একটি নির্দিষ্ট বেসরকারি ব‍্যাঙ্কের অফিসে গিয়ে ব‍্যাক্তিগত লোনের দাবি করত। ঘটনা সামনে আসতেই বেসরকারি ব্যাঙ্কের তরফে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ব‍্যাঙ্কের জাল পাসবুক, বেতনের স্লিপ জাল করা হয়েছে। সেগুলি জমা দিয়ে ওই ব‍্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে ৬২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ব‍্যাঙ্কের অভিযোগ, অভিযুক্তেরা নিজেদের রাজ‍্য সরকারের সেচ দফতর, স্বাস্থ্য দফতর এবং বন দফতরের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিল।

অভিযোগ পাওয়ার পর থেকে কলকাতা পুলিশের গোয়েন্দারা বাঁকুড়া ও দুর্গাপুরের একাধিক জায়গায় অভিযান চালায়। লালবাজার সুত্রের খবর, অভিযোগপত্রে নাম থাকা আকাশ ধিবার (২৮)-কে বাঁকুড়া জেলার সোনামুখী থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, জাল ব‍্যক্তিগত সরকারি নথি জাল করে ব‍ মোট ছ’টি ব্যক্তিগত লোন নেওয়া হয়েছে। ধৃত আকাশের অ‍্যাকাউন্ট থেকে মোট ২৮ লক্ষ টাকার হদিশও পাওয়া গিয়েছে বলে দাবি। বেশ কয়েকটি এটিএম কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

এরা মূলত বাঁকুড়া এবং বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে কাজ করত। যদিও এই প্রতারণা চক্রের নেপথ্যে কোনও ব‍্যাঙ্কের কর্মী জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কিনা তা-ও তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। বাকি অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Share