Suvendu Adhikari

কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলা, গাড়ি ভাঙচুড়, তৃণমুলের বিক্ষোভ থেকে উড়ে এল জুতো

মঙ্গলবার দুপুরে কোচবিহারের খাগড়াবাড়িতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব‍্যক্তিকে গ্রফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভাঙা হয়েছে বিরোধী দলনেতার গাড়ি।
নিজস্ব সংবাদদাতা: খাগড়াবাড়ি
  • শেষ আপডেট:০৫ আগস্ট ২০২৫ ০৪:৫৩

কোচহিহারে খাগড়াবাড়িতে রাজ‍্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। তৃণমুলের বিরুদ্ধে অভিযোগ। হামলার জেরে বিরোধী দলনেতার গাড়ির কাচ ভেঙে গিয়েছে। শুধু তাই নয় কনভয়ে থাকা একটি পুলিশের গাড়িতেও তান্ডব চালানো হয়েছে। সেই গাড়িটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিজেপি বিধায়দের ওপর হামলার ঘটনা নিয়ে কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেইমতো তিনি সকালে বাগডোগরা পৌঁছান। এর পরে শুভেন্দুর কনভয় কোচবিহারের দিকে রওনা দেয়। সাড়ে ১২টা নাগাদ খাগড়াবাড়ি পৌঁছোতেই চড়ম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গিয়েছে।

আজ, মঙ্গলবার বিধয়কদের হেনস্থার অভিযোগে কোচবিহারের পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার কর্মসূচী ছিল। বিরোধী দলনেতা সেই কর্মসূচিতেই যোগ দিতে যাচ্ছিলেন। এ দিন খাগড়াবাড়ি চৌপতিতে তাঁর কনভয় পৌঁছোতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জানা যায়, ওই এলাকায় আগে থেকেই অনেক লোক জমায়েত করেছিল। তাঁদের হাতে তৃণমুলের পতাকা ছিল। কারোর হাতে ছিল কালো পতাকা। শুভেন্দুর কনভয় পৌঁছোতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমুলের সমর্থকেরা। ওঠে ‘গো ব‍্যাক’ স্লেগান। শুধু তা-ই নয়, দলীয় পতাকার লাঠি দিয়ে শুভেন্দুর গাড়ির কাচ ভাঙা হয়। যদিও ঘটনায় কেউ জখম হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ভিনরাজ‍্যে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হচ্ছে রাজ‍্য রাজনীতি। এই বিষয় নিয়ে সরব হয়েছেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। নেত্রীর অভিযোগ, বিজেপি শাসিত রাজ‍্যে বাংলায় কথা বলায় এই রাজ‍্যের পরিযায়ী শ্রমিকদের ওপর অত‍্যাচার করা হচ্ছে। সেই মর্মে দলীয় নেতৃত্বকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোড়দার করার নির্দেশ দেন। কোচবিহার জেলা তৃণমুল নেতৃত্বের দাবি, মঙ্গলবার তাঁরা বিভিন্ন যায়গায় আন্দোলনের কর্মসূচী ছিল। খাগড়াবাড়ির ওই এলাকাতেএ চলছিল সেই বিক্ষোভ। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার শুভেন্দু বলেন, ‘‘আমি যে গাড়িতে ছিলাম, সেই গাড়িতে ভাঙচুর করা হয়। আমাকে প্রাণে মারার জন্যই এই হামলা হয়েছে।’’ তাঁকে খুন করার পরিকল্পনা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, দাবি করেছেন বিরোধী দলনেতা।

যদিও শুভেন্দু এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন উদয়ন গুহ। তিনি জানান, “বিজেপি বাংলা ভাষা বিরোধী। তারা যেখানে যেখানে যাবে, সেখানে সেখানে বিক্ষোভ দেখানো হবে।” শুভেন্দুর কনভয়ে গাড়ি ভাঙচুর প্রসঙ্গে অবশ্য উদয়ন কিছু বলেননি। এই ঘটনায় এখনও পর্যন্ত রঞ্জিত দে বলে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।


Share