Bangladeshi Arrest

জাল আধার কার্ড এবং ভোটার কার্ড-সহ গ্রেফতার বাংলাদেশি মডেল, তদন্তে পার্কস্ট্রিট থানার পুলিশ

গল্ফগ্রিন থানার অন্তর্গত বিক্রমগড় এলাকায় অভিযান চালিয়ে শান্তা পালকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করানো হবে।

ধৃতের নাম শান্তা পাল।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:৩০ জুলাই ২০২৫ ০৮:৩২

ফের কলকাতা থেকে বাংলাদেশি সন্দেহে এক জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত তরুনীর নাম শান্তা পাল। অভিযোগ, তিনি বাংলাদেশের নাগরিক। এই দেশে এসে তিনি বিভিন্ন জাল নথি তৈরি করে বসবাস করছিলেন।

পুলিশ বিশেষ সুত্রে খবর পেয়ে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানার অন্তর্গত বিক্রমগড় এলাকায় অভিযান চালায়। সেখানকার একটি বাড়ির দোতলায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। ধৃত শান্তা পাল সেখানে ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে। সেখান থেকেই শান্তাকে গ্রেফতার করা হয়েছে। আজ, তাঁকে আদালতে পেশ করা হবে।

পুলিশের দাবি, শান্তা পাল বাংলাদেশের নাগরিক। রাজ‍্যের বিভিন্ন ঠিকানার ভোটার কার্ড  উদ্ধার হয়েছে। বেশ কিছু আধার কার্ড এবং রেশন কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও তাঁর কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গিয়েছে যা তাঁর নামেই জারি করা হয়েছে। শান্তা বাংলাদেশে কর্মরত থাকার রিজেন্ট বিমান সংস্থার কর্মীদের পরিচয়পত্র এবং ঢাকা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার প্রবেশিকাপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শান্তা পাল নামে ধৃত তরুণী বাংলাদেশের পরিচিত একজন মডেল। বাংলাদেশের সংবাদমাধ্যমে খবরও ছাপা হয়েছে তাঁর। পড়শি দেশের সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, কোভিডের আগে শান্তা পাল একটি তেলেগু এবং একটি বাংলা সিনেমায় সুযোগ পেয়েছিলেন বলে দাবি করা হয়েছে। তিনি জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ভারতে আসবেন। তবে তিনি ঠিক কবে থেকে ভারতে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তাঁর ভিসার মেয়াদ শেষ কি না তা-ও নিশ্চিত করেনি লালবাজার।

প্রসঙ্গত, শান্তা পালের সমাজমাধ্যমের অ‍্যাকাউন্টে দেখা যাচ্ছে, তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। যেহেতু পুলিশের দাবি অনুযায়ী তাঁর কাছ থেকে বিভিন্ন যায়গার ভোটার কার্ড এবং বেশ কিছু আধার কার্ড মিলেছে, তাই সেগুলি কী করে তৈরি করলেন? সে নিয়েও উঠছে প্রশ্ন।


Share