Operation Mahadev

পাকিস্তানকে ক্লিনচিট দিচ্ছে কংগ্রেস, পহেলগাঁওকাণ্ড নিয়ে বিরোধীদের নিশানা অমিত শাহের

গতকাল সোমবার পহেলগাঁওকাণ্ডের মূলচক্রী হাসিম মুসা-সহ তিন লস্কর জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। আজ, মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

লোকসভায় কংগ্রেসকে কড়া জবাব অমিত শাহের।
নিজস্ব সংবাদদাতা: দিল্লি
  • শেষ আপডেট:২৯ জুলাই ২০২৫ ০৫:০৪

গতকাল সোমবার পহেলগাঁওকাণ্ডের মূলচক্রী হাসিম মুসা-সহ তিন লস্কর জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। নিহতেরা আদেও পাকিস্তানের বাসিন্দা কি না, তা নিয়ে প্রশ্ন করেছিলেন কংগ্রেসের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। সেই প্রশ্নের কড়া জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মন্তব্য, নিহতেরা পাকিস্তানের নাগরিক কি না, তা তাঁকেই জিজ্ঞেস করতে পারতেন। তা তিনি করেননি। কংগ্রেস পাকিস্তানকে ‘ক্লিনচিট’ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন অমিত শাহ।

এই নিয়ে মঙ্গলবার অমিত শাহ লোকসভাকে জানান, “‘অপারেশন মহাদেব’-এ সেনার গুলিতে তিন জঙ্গি নিকেশ হয়েছে। এরা পহেলগাঁও হামলায়  সরাসরি যুক্ত ছিল। আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে।”

‘অপারেশন মহাদেব’-এ নিকেশ হওয়া তিন জন জঙ্গি হাসিম মুসা ওরফে সুলেইমান, আফগান এবং জিব্রান তা লোকসভাকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন, “সোমবারের অভিযানে নিকেশ হয়েছে এই জঙ্গিরা। তিন জনই কুখ‍্যত জঙ্গি ছিল। সবাই ‘ক‍্যাটেগরি-এ’। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যে অস্ত্র ব‍্যবহার করা হয়েছে, তা-ও তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।” পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন, “নিকেশ হওয়া তিন জঙ্গির মধ‍্যে দু’জনের পরিচয়পত্র আমাদের কাছে আছে। সেগুলি পাকিস্তানের। তাদের কাছে প্রচুর এম-৯ কার্তুজ এবং একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে, যাতে পাকিস্তানের চিহ্ন রয়েছে।” এমনকি তাঁদের কাছ থেকে কিছু চকলেটও উদ্ধার করা হয়েছে, যা পাকিস্তানে তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই নিয়ে কংগ্রেসের প্রশ্ন ছিল, নিহতেরা যে পাক নাগরিক তা কীভাবে জানা গেল। মঙ্গলবার কংগ্রেসকে খোঁচা দিয়ে অমিত শাহ বললেন, “এটা মনমোহন সিংহের সরকার নয় যে, জঙ্গিরা এসে আমাদের মেরে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকব। কংগ্রেসের আমলে যে জঙ্গিরা ভারতের রক্ত ঝড়িয়েছিল, আমরা তাঁদেরকে নিকেশ করেছি।”

 কংগ্রেসের প্রক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে কটাক্ষ করে শাহ বলেন, “পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। পাকিস্তানকে ‘ক্লিনচিট’ দেওয়া হচ্ছে। ওরা পাকিস্তানি কি না, চিদম্বরমজি আমার কাছে প্রমাণ চাইতে পারতেন। দিয়ে দিতাম।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম, পহেলগাঁও হামালার অপরাধীরা মারা গিয়েছে জেনে বিরোধীরা খুশি হবেন। কিন্তু মনে হচ্ছে তাঁরা বিরক্ত।”

এ দিন অমিত শাহ পি চিদম্বরমকে পাল্টা প্রশ্ন করে বলেন, “আপনি পাকিস্তানকে বাঁচিয়ে কী পাবেন?নিহতেরা পাকিস্তানের কি না প্রশ্ন তোলার পাশাপাশি পাকিস্তানকে বিরুদ্ধে অভিযান কেন করা হয়েছে পি চিদম্বরম এই প্রশ্ন তুলতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ধর্ম নিশ্চিত করে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। সেই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তাঁদের খোঁজ চলছিল। গতকালই সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ‘অপারেশন মহাদেব’ নামে যৌথ অভিযান শুরু করে। শ্রীনগরের মহাদেব পর্বতের পাদদেশে গভীর জঙ্গলে হত‍্যাকান্ডের মূলচক্রী হাসিম মুসা ওরফে সুলেইমান-সহ তিন লস্কর-ই-তৈয়বার জঙ্গিকে নিকেশ করে। 


Share