Domestic Violence Attack

হাসপাতালে চাকরি করতেন স্ত্রী, আক্রোশেই প্রকাশ্যে রাস্তায় পরপর ছুরির কোপ স্বামীর, গ্রেফতার অভিযুক্ত

সংসারে কিছু আয়ের আশায় স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন। এ বিষয় থেকেই সূত্রপাত হয় বচসার। চলন্ত স্কুটি থেকে স্ত্রীকে নামিয়ে এলোপাথাড়ি ছুরির কোপ বসালো স্বামী। এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে দুর্গাপুরের অন্ডালের হরিপুরে। পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০১:৫৭

সংসারে টানাপোড়ন। আয় না থাকার কারণে সংসার চলছিল না স্বচ্ছলভাবে। আর সেই কারণেই কিছু আয়ের আশায় স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন। এতেই স্বামী ক্ষুব্ধ হয়েছিলেন। এ বিষয় থেকেই সূত্রপাত হয় বচসার। স্বামী চলন্ত স্কুটি থেকে স্ত্রীকে নামিয়ে এলোপাথাড়ি ছুরির কোপ বসালো। এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে দুর্গাপুরের অন্ডালের হরিপুরে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে হরিপুরের রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। পিছনে বসেছিলেন তাঁর স্বামী। হঠাৎই রাস্তার মাঝে স্কুটি থামিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে পথচারীরা বিষয়টিকে গুরুত্ব না দিলেও ঝগড়ার মুহূর্তে আচমকাই স্বামী একটি ছুরি বের করে তরুণীকে কোপাতে শুরু করেন। সেই অবস্থা দেখে আশেপাশে থাকা লোকেরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে তরুণী রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে লুটিয়ে পড়েন। এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করেন। জখম তরুণীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অন্ডাল থানার পুুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

তদন্তে নেমে জানা গিয়েছে, স্ত্রী-এর নাম পায়েল গোপ। স্বামীর নাম পিন্টু গোপ। পায়েলের বাড়ি স্থানীয় সিদুলি এলাকায়। পিন্টুর বাড়ি ছোড়া গ্রামে। পিন্টু পাণ্ডবেশ্বরে একটি মিষ্টির দোকানে কাজ করেন। তাঁদের সংসারে আর্থিক সমস্যা ছিল। তাই হরিপুর মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে পায়েল কাজে যোগ দিয়েছিলেন। এ দিকে স্ত্রীর চাকরি করা স্বামীর পচ্ছন্দ ছিল না। এই নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। আর এই বিষয়ে অশান্তির জেরেই পিন্টু পায়েলের উপরে হামলা করেন। পায়েলের মা জামাইয়ের কঠোর শাস্তির দাবি করেছেন। অন্ডাল এবং পাণ্ডবেশ্বর এলাকার এসিপি পিন্টু সাহা বলেন, ‘এক তরুণীকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। গোটা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।’


Share