Huge quantity of explosives recovered again

দিল্লিতে বিস্ফোরণকান্ডের পরে বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ জিলোটিন স্টিক, অবৈধ পাথর খানাদের জন‍্য আনা হচ্ছিল বলে অনুমান

পুলিশের দাবি, একটি পিকআপ ভ্যানে করে ঝাড়খণ্ডের পাকুড়ের দিক থেকে বেআইনি ভাবে নিয়ে আসা হচ্ছিল ২০ হাজার পিস জিলেটিন স্টিক। গোপন সূত্রে খবর পেয়ে পাকুড় থানার সঙ্গে যোগাযোগ করে নাকা চেকিংয়ে এই পিকআপ ভ্যানটিকে আটকায় বীরভূম জেলা পুলিশ।

উদ্ধার হওয়া বিস্ফোরক।
নিজস্ব সংবাদদাতা, নলহাটি
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৬:৪৫

দিল্লির বিস্ফোরণকান্ডের পরে পশ্চিমবঙ্গেরও দিকে দিকে চলছে তল্লাশি, নাকা চেকিং। সেই নাকা চেকিং চলাকালীন বীরভূমের নলহাটিতে উদ্ধার গাড়ি ভর্তি বিস্ফোরক। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ হাজার জিলোটিন স্টিক ছিল। এই বিপুল বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, অবৈধ পাথর খাদানে জন‍্য আনা হচ্ছিল। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বীরভূমের নলহাটি থানা এলাকার সুলতানপুর থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, একটি পিকআপ ভ্যানে করে ঝাড়খণ্ডের পাকুড়ের দিক থেকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পাকুড় থানার সঙ্গে যোগাযোগ করে। নাকা চেকিংয়ের সময় পিকআপ ভ্যানটিকে আটকায় বীরভূম জেলা পুলিশ। পুলিশ সূত্রের খবর, বেআইনি ভাবে নিয়ে আসা হচ্ছিল ২০ হাজার পিস জিলেটিন স্টিক।

বীরভূমের নলহাটির আশেপাশের বিভিন্ন অবৈধ পাথর খাদানের জন‍্যই নিয়ে আসা হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ। তবে এই বিপুল জিলোটিন স্টিক পাথর শিল্পাঞ্চলে ব্যবহারের জন্যই আনা হচ্ছিল না কি অন্য কোনও কারণ তা তদন্ত দেখছে পুলিশ।


Share