Road Accident

নলহাটিতে ১৪ নম্বর জাতীয় সড়কে লরি-টোটোর সংঘর্ষ, মৃত্যু দুই জনের

নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজ বোঝাই একটি লরি টোটোতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান শেখ সিটু ও শেখ মিল্টন। দুর্ঘটনায় তিনটি বাছুরের মৃত্যু হয়। আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুমড়ে-মুচড়ে যাওয়া টোটো
নিজস্ব সংবাদদাতা, নলহাটি
  • শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১০:০৯

বীরভূমের নলহাটিতে ১৪ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় দু’জন প্রাণ হারালেন। নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজ বোঝাই একটি লরি টোটোতে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। মৃতদের নাম শেখ সিটু ও শেখ মিল্টন। দুর্ঘটনায় তিনটি বাছুরেরও মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেঁয়াজ বোঝাই লরিটি রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় একটি পুলিশের বাইক লরিটিকে ধাওয়া করে। পুলিশের হাত থেকে বাঁচতে লরির চালক গতি বাড়ায়। এর ফলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে একটি টোটোর সঙ্গে লরিটির সজোরে ধাক্কা লাগে। ধাক্কায় টোটোটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় টোটোচালক ও এক যাত্রী গুরুতর জখম হন। টোটোচালক ও এক যাত্রী। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সেজাউল শেখ নামে আরও এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। এক বাসিন্দার অভিযোগ, “এই এলাকায় প্রায়ই গাড়ি আটকে পুলিশ টাকা নেয়। আজও পুলিশের গাড়ি একটি লরিকে ধাওয়া করছিল। সেই সময় পালাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে।”


Share