ED Seizes Assets

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি-র কড়া পদক্ষেপ, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ ইডির। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও পরিবারের নামে ৩.৬ কোটি টাকার ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত। অভিযোগ অস্বীকার মন্ত্রীর।

কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০১:৩৯

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ইডির দাবি, চন্দ্রনাথ, তাঁর স্ত্রী ও দুই ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি এবং একটি বাজার-সহ মোট ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের মতে, সম্পত্তিগুলির ক্রয়মূল্য অনুযায়ীই বাজেয়াপ্তির অঙ্ক নির্ধারণ করা হয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে প্রয়োজনীয় নথি পেশ করে এই বাজেয়াপ্তির কথা জানায় ইডি।

যদিও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, "যে সম্পত্তির কথা বলা হচ্ছে, সেটি ২০১৮ সালের আগে কেনা। ইডি তার সঙ্গে এটাকে ওরা যুক্ত কী ভাবে করল, আমার জানা নেই। আমি আমার সত্যতার দিক থেকে লড়াই করছি। ইডি সমানে সময় নিয়ে গিয়েছে। এই সমস্ত কিছু নিয়ে প্রমাণ-সহ ফের আদালতের দ্বারস্থ হব।"

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় প্রায় ১০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা উদ্ধার হয়। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, ওই চাকরিপ্রার্থীরা চন্দ্রনাথের মাধ্যমে কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে চন্দ্রনাথ সিংহের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে ইডি নগদ ৪১ লক্ষ টাকা ও একটি মোবাইল বাজেয়াপ্ত করে। ওই টাকা ধান বিক্রির বলে দাবি করলেও, ২০ লক্ষ টাকার হিসাব দিতে পারলেও বাকি টাকার উৎস দেখাতে পারেননি বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর। পরে তাঁর ও পরিবারের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির নথি চেয়ে পাঠায় ইডি।

গত সেপ্টেম্বর মাসে চন্দ্রনাথ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। ইডি হেফাজতে নেওয়ার আর্জি জানালেও, আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। এর আগেই নিয়োগ মামলায় অভিযুক্ত হিসেবে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি।


Share