Attempt to Burn to Death

দাম্পত্য অশান্তির জেরে নলহাটিতে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে রূপালি লেটের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দীপঙ্কর লেটের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নলহাটি
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৩:০৬

দাম্পত্য অশান্তির জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। সোমবার গভীর রাতে বীরভূম জেলার নলহাটিতে ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে, অগ্নিদগ্ধ মহিলার নাম রূপালি লেট। অভিযুক্ত স্বামীর নাম দীপঙ্কর লেট। অভিযোগ, সোমবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন দীপঙ্কর। এর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি শুরু হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপঙ্করের নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল। এ নিয়ে প্রায় প্রতিদিনই রূপালির সঙ্গে ঝামেলা হতো। সোমবার রাতেও অশান্তির পর রূপালি দুই সন্তানকে নিয়ে ঘুমোতে যান। ঠিক সেই সময় তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দীপঙ্করের বিরুদ্ধে। রূপালির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই আগুন নেভায়। গুরুতর জখম অবস্থায় রূপালিকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে নলহাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রূপালির অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় মহিলার আত্মীয়রা নলহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপঙ্কর লেটকে আটক করেছে। রূপালি পুলিশকে জানিয়েছেন, প্রায়দিনই মদ খেয়ে এসে তাঁকে মারধর ও হুমকি দিতেন স্বামী। অভিযোগ, সোমবার রাতে দুই সন্তানের সামনেই তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share