Thieves break into pump transformer and steal it

রাতের অন্ধকারে বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে চুরি, জল পরিষেবা ব্যাহত গোটা হেতমপুর গ্রামে

জানা গিয়েছে, পাম্প চালানোর জন্য ব্যবহৃত ট্রান্সফর্মার ভেঙে তার মধ্যে থেকে যন্ত্রাংশ বের করে নিয়েছে দুষ্কৃতীরা। এর ফলে পাম্প বন্ধ থাকায় আশেপাশের তিনটি গ্রামের বাসিন্দারা সকাল থেকে জল পাননি। প্রবল অসুবিধায় পড়েছেন তাঁরা।

চুরি যাওয়া যন্ত্রাংশ
নিজস্ব সংবাদদাতা, দুবরাজপুর
  • শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৬:১৫

রাতের অন্ধকারে বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে তামার তার, কয়েল এবং বেশকিছু যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গড়গড়া গ্রামের পাম্প হাউসে। জানা গিয়েছে, পাম্প চালানোর জন্য ব্যবহৃত ট্রান্সফর্মার ভেঙে তার মধ্যে থেকে যন্ত্রাংশ বের করে নিয়েছে দুষ্কৃতীরা। এর ফলে পাম্প বন্ধ থাকায় আশেপাশের তিনটি গ্রামের বাসিন্দারা সকাল থেকে জল পাননি। প্রবল অসুবিধায় পড়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, গড়গড়ার ওই পাম্প হাউসে মোট চারজন কর্মচারী আছেন। তাঁদের নাম গড়গড়া আদিত্য পাল, সঞ্জয় সরকার, রবীন্দ্রনাথ চক্রবর্তী এবং গোকরুল গ্রামের শ্যামাপদ বাউরি। পাম্প চালানোর জন্য ওই ট্রান্সফর্মারটি বসানো ছিল। গতকাল রাতে ১০টা পর্যন্ত ডিউটি করে বাড়ি ফেরেন পাম্প হাউসের কর্মীরা। রাতের ডিউটি শেষ হওয়ার পরেই চুরি হয়েছে বলে অনুমান। সকালে পাম্প চালু করতে এসে ঘটনাটি নজরে আসে তাঁদের।

সিনিয়র পাম্প অপারেটর রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এখানে কোনও নাইটগার্ড থাকে না। কাল রাত দশটা পর্যন্ত ডিউটি করে তাঁরা চলে গেছিলেন। সকালে পাম্প চালাতে এসে দেখেন বিদ্যুৎ নেই । ফিউজ চেক করতে গিয়ে দেখেন ট্রান্সফরমার ভেঙ্গে তার ভেতরের যন্ত্রাংশ চুরি করা হয়েছে। নতুন ট্রান্সফর্মার বসানো হলে জল সরবরাহ স্বাভাবিক হবে।

গড়গড়ার এই পাম্প থেকে গড়গড়া, হেতমপুর এবং কেন্দুলা গ্রামে জল সরবরাহ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন জানান, ট্রান্সফরমার চুরি হওয়ার পর থেকে গ্রামে জল বন্ধ রয়েছে। দ্রুত ট্রান্সফর্মার বসিয়ে জলের ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার পরে দুবরাজপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরেও। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share