Weather Update

এসে গেল শীত! কলকাতার পারদ নামল ২০ ডিগ্রির নিচে, জাঁকিয়ে ঠান্ডা পশ্চিমের জেলায়

নভেম্বরের শুরুতেই রাজ্যে পারদ পতন। শনিবার থেকেই পারদ পতনের ইঙ্গিত, রবিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। পশ্চিমের জেলাগুলিতে ছুঁয়েছে ১৫ ডিগ্রি। উত্তরবঙ্গে হালকা কুয়াশা, দক্ষিণবঙ্গে শীতের স্পষ্ট আমেজ। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা। বৃষ্টির আশঙ্কা নেই।

নভেম্বরের শুরুতেই শীতের ছোঁয়া।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১২:৩৬

নভেম্বরের শুরুতেই শীতের আমেজ। শনিবারই মিলেছিল শীতের আগমন-সংবাদ, আর রবিবার সকালে তা আরও স্পষ্ট হল। এ রাজ্যে নামতে শুরু করেছে পারদ। কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ছুঁয়েছে ১৫ ডিগ্রির কাছাকাছি। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, ফলে শীতের আমেজ আরও বাড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালে হালকা কুয়াশার প্রভাব রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি— সব জায়গাতেই কুয়াশার সম্ভাবনা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেখানে। তবে আপাতত আবহাওয়া শুষ্ক, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। বিশেষত উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে এর প্রভাব রয়েছে। আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ইঙ্গিত মিলছে। চলতি সপ্তাহে রাত ও সকালে শীতের হালকা কামড় অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতাতেও শীতের উপস্থিতি স্পষ্ট। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে পারদ আরও কিছুটা নিম্নমুখী হতে পারে। তবে বড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। রাত ও ভোরে ঠান্ডার আমেজ বজায় থাকবে। সকালে হালকা কুয়াশার পর আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও আশঙ্কা নেই।


Share