weather update

পশ্চিমী হওয়ার দাপটে শহরে শীতের আমেজ, একধাক্কায় অনেকটাই পারদ পতন, চলতি সপ্তাহে আরও নামবে তাপমাত্রা

তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একধাক্কায় অনেকটাই পরিবর্তন হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। বুধবারের মধ্যে ১২-১৩ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা।

সকালে শীতের আমেজ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১২:০৪

ক্যালেন্ডারের পাতায় কার্তিক মাস। আর রাজ্য জুড়ে শীতের আমেজ। সঙ্গে পশ্চিমী হাওয়ার দাপট। কোথাও কোথাও তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে। আগামী বুধবারের মধ্যে ১২- ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যেতে পারে রাজ্যে। 

আবহাওয়া দফতর জানাচ্ছেন, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভবনা আছে। ভারী কুয়াশার জেরে সামান্য অসুবিধায় পড়ছে উত্তরবঙ্গবাসী। তবে সম্পূর্ণ শুষ্ক ও খটখটে আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই। 

তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একধাক্কায় অনেকটাই পরিবর্তন হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। বুধবারের মধ্যে ১২-১৩ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

হালকা রোদ মেখে কলকাতা কলকাতাবাসী শীতের আমেজ উপভোগ করবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। আজ সর্বনিন্ম তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস।


Share