Weather Update

বৃষ্টির সম্ভাবনা আর নেই, শুষ্ক থাকবে আবহাওয়া, আগামী সপ্তাহে সামান‍্য পারদ পতনে সম্ভাবনা

আজ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী রবিবার থেকে পারদ পতনের সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১২:০৪

আর বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ শুরু হয়েছে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছিল শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তার ওপর বাংলাদেশের ওপর আরো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত আসাম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে।‌ এর প্রভাবে আগামী কয়েক দিনে খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় আকাশ মেঘলা থাকবে। সেই সব জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। আগামী রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে খুব বেশি পারদ পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই। সকালে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও বাড়বে। পশ্চিমের জেলা- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

অন্যদিকে, উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। দার্জিলিং কালিম্পংয়ের কিছু এলাকায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। গত কালের তুলনায় রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। তবে শহরে রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আজ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 


Share