Weather Update

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী কয়েক দিনে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা, পূর্বাভাস আবোহাওয়া দফতরের

আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অঞ্চলটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের কাছে তা রয়েছে। তা ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যদিও তার প্রভাব আশপাশের স্থলভাগে আপাতত পড়েনি।

রাতের তাপমাত্রা বাড়তে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১১:২২

নভেম্বরেই রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ! ভোরের দিকে অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। বেলা বাড়লেও গরম লাগেনি। তবে আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, সংক্রান্তি থেকেই রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়বে। তাই এখনই রাজ‍্যে শীত জাঁকিয়ে পড়ছে না।

আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অঞ্চলটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের কাছে তা রয়েছে। তা ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যদিও তার প্রভাব আশপাশের স্থলভাগে আপাতত পড়েনি।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে। যদিও তবে তার জন্য কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জেলার সব জায়গায় কুয়াশা থাকবে না। দক্ষিণের সব জেলাগুলিতে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন‍্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে একই ভাবে রাতের তাপমাত্রা বাড়তে পারে।


Share