Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহান্তে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, শনিবার থেকে আবহাওয়ার বদল

আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। বুধবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯২ শতাংশের মধ্যে থাকবে।

সপ্তাহের শেষে ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১১:২০

সপ্তাহের শেষে দুর্যোগের ঘনঘটা ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গে। শক্তিশালী নিম্নচাপের ফলে আগামী শনিবার ও রবিবার ফের বঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে ভাইফোঁটার দিন পর্যন্ত শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভবনা নেই। 

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বুধবার থেকে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকার অভিমুখে এগোবে। এর জেরেই রাজ‍্যের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহন্তে অর্থাৎ আগামী শনিবার ও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে শনিবার, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে  মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা আছে।

উত্তরবঙ্গেও উইকেন্ডে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে। ওই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে শুক্রবার থেকেই আবহাওয়ার বদল হতে পারে। সেখানে আগামী সোমবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি।

আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। বুধবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯২ শতাংশের মধ্যে থাকবে।


Share