Weather Update

সূর্য ডুবলেই পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা! তবে পুরোপুরি শীত মানতে নারাজ শীতপ্রেমীরা

কলকাতার আশেপাশের কিছুকিছু জায়গার তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছে পৌঁছে যাচ্ছে। উত্তরবঙ্গের সব থেকে শীতল জেলা দার্জিলিং। দিনের বেলা রোদ ঝলমলে আবহাওয়া।

শহরে শীতের আমেজ অব্যাহত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১২:২৬

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। বাংলা জুড়ে পশ্চিমে হাওয়ার দাপট চলছে। আবহাওয়া সূত্রে খবর, কলকাতা ও তার আশেপাশের কিছু কিছু জায়গার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেছে। তবে পুরোপুরিভাবে শীত পড়ে গেছে তা মানতে নারাজ শীত প্রেমীরা। 

আবহাওয়া দফতর জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। গতকাল তাপমাত্রা সব থেকে কম ছিল বীরভূম জেলায়। ১৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। রাতে ও ভোরের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমছে।

উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার বড় কোন পরিবর্তন নেই। তবে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলার থেকে দার্জিলিঙের তাপমাত্রা সবথেকে কম ছিল। গতকাল সেখানকার তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস। 

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ শতাংশ।


Share