World Bank Places India Among World’s Most Equal Societies

বিশ্বব‍্যাঙ্কের রিপোর্টেই বিশ্বের চতুর্থ সর্বাধিক সমতা-পূর্ণ দেশ হিসেবে উঠে এসেছে ভারত

বিশ্বব্যাঙ্কের তথ্যে বলা হয়েছে, ভারতের খরচভিত্তিক গিনি সূচক ২০১১-১২ সালের ২৮.৮ থেকে ২০২২-২৩ সালে ২৫.৫-এ নেমেছে। যা নিঃসন্দেহে আয়ের নিরিখে সামাজিক সমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৬ জুলাই ২০২৫ ০১:৫৯

বিশ্বব‍্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের চতুর্থ সর্বাধিক সমতা-পূর্ণ দেশ হিসেবে উঠে এসেছে ভারত।

গ্লোবাল ইনকাম ইক্যুয়ালিটি জিনি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে স্লোভাক রিপাবলিক (২৪.১), স্লোভেনিয়া (২৪.৩) এবং বেলারুশ (২৪.৪) এর পরেই রয়েছে ভারত (২৫.৫)। যেখানে কমিউনিস্ট চিন (৩৫.৭) এবং আমেরিকা (৪১.৮) ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। 

দেশের আয়তন এবং জনসংখ্যার বিশালত্বের কথা মাথায় রেখে ‘জিনি’ (GINI) ইনডেক্স এই জায়গায় পৌঁছে যাওয়া অত্যন্ত কৃতিত্বের বলেও উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাঙ্কের ওই রিপোর্টে। এই ইনডেক্সে শূন্যের দিকে এগিয়ে যাওয়াটাই প্রতিটি দেশের লক্ষ্য।

যদিও ব্রাজিলের কমিউনিস্ট মতাদর্শ প্রভাবিত বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’ গতবছর একটি রিপোর্ট প্রকাশ করে ভারত সরকারের কৃতিত্বকে ছোট করতে চেয়েছিল। কোনও নির্দিষ্ট তথ্যের উৎস ছাড়াই রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্ট নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি দেশের আর্থিক বৈষম্য সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল।

বিশ্বব‍্যাঙ্কের সদ‍্য প্রকাশিত রিপোর্টটি ব্রাজিলের ওই সংস্থার তথ‍্যকে কার্যত খারিজ করেছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, ভারতের খরচভিত্তিক গিনি সূচক ২০১১-১২ সালের ২৮.৮ থেকে ২০২২-২৩ সালে ২৫.৫-এ নেমেছে। যা নিঃসন্দেহে আয়ের নিরিখে সামাজিক সমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি।


Share