Fake Police Station

ভুয়ো থানা খুলে প্রতারণায় অভিযোগ, নয়ডা থেকে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী-সহ ছ’জন

ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে বিভাস অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। মোট ছ’জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ।

ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বহিস্কৃত তৃণমূল নেতা-সহ ছ’জনকে।
নিজস্ব সংবাদদাতা: নয়ডা
  • শেষ আপডেট:১০ আগস্ট ২০২৫ ০৯:১৩

ভুয়ো দূতাবাসের পরে এ বার ভুয়ো থানা খুলে প্রতারণার চালানোর অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের নয়ডা থেকে বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার অভিযোগে বিভাসের ছেলে অর্ঘ‍্য অধিকারী-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেই রাজ্যের পুলিশ।

জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৭০-এ ‘আন্তর্জাতিক পুলিশ এবং অপরাধ তদন্ত বুর‍ো’ নামে একটি অফিস খোলে বহিস্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী। তাঁর ছেলে অর্ঘ‍্য অধিকারী-সহ বেশ কয়েকজন মিলে ওই অফিসটি চালাচ্ছিল।অভিযোগ, ওই অফিসে থাকা কর্মীদের দিয়ে অভিযোগ করানো হতো। এর পরেই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ওই অফিসে ডেকে পাঠানো হত। তাদেরকে ভয় দেখিয়ে তদন্ত করার নাম করে টাকা নেওয়া হতো। এইভাবে তাঁরা লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

গোপনে সুত্রে খবর পেয়ে নয়ডার সেক্টর ৭০-এর ঠিকানায় পুলিশ অভিযান চালায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। প্রতারনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বহিষ্কৃত বীরভূমের নলহাটি -১’র তৃণমূল নেতা বিভাস অধিকারী ও তাঁর ছেলে অর্ঘ‍্য অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও বাবলুচন্দ্র মন্ডল, পিন্টু পাল, সম্পদ মন্ডল এবং আশিস কুমার-সহ মোট ছ’জনকে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রের খবর, ধৃতেরা সবাই বীরভূমের বাসিন্দা।

রবিবার নয়ডার ডিসি (সেন্ট্রাল) শক্তিমোহন অবস্থি বলেন, “আমরা বিশেষ সুত্রে খবর পেয়ে সেই ঠিকানায় অভিযান চালাই। ধৃতদের কাছ থেকে একাধিক এটিএম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।” এ ছাড়াও তাদের কাছ থেকে একাধিক সরকারি নথি, ১৬টি সরকারি রাবার স্টাম্প উদ্ধার করা হয়েছে। বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার প্রতারণা, তথ্যপ্রযুক্তি আইন এবং এমব্লেম আইনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার শক্তিমোহন অবস্থি।

এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীকে তলব করেছিল। বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। সেই মামলায় তাঁকে গ্রেফতার করা না হলেও একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত ইভি বাজেয়াপ্ত করেছিল। কিন্তু তিন মাস পরে তা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। এ ছাড়াও বিভাস অধিকারী গত পঞ্চায়েত নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক দলও তৈরি করেন তিনি।


Share