Gujrat Accident

গুজরাতের পাঁচমহল জেলায় কালী মন্দিরে যাওয়ার পথে রোপওয়ের তার ছিঁড়ে ছ’জনের মৃত্যু, চলেছে উদ্ধারকাজ

পাঁচমহল জেলার পাওয়াগড়ে দুর্ঘটনাটি ঘটেছে। অন্তত ছ’জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গুজরাতে রোপওয়ের তার ছিঁড়ে মৃত্যু ছ’জনের।
নিজস্ব সংবাদদাতা, গোধরা
  • শেষ আপডেট:০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২

রোপওয়ের তার ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল গুজরাতে। শনিবার বিকেলে গুজরাতের পাওয়াগড়ে দুর্ঘটনাটি ঘটেছে। অন্তত ছ’জনের প্রাণ গিয়েছে। জানা গিয়েছে, সেই সময় ওই রোপওয়ের মাধ্যমে ভারী নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিপত্তি ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। চলছে উদ্ধারকাজ।

শনিবার গুজরাতের পাঁচমহল জেলায় পাভাগড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। পাভাগড়ের পাহাড়ে একটি কালী মন্দির রয়েছে। সেখানে পোঁছোতে গেলে দু’হাজার সিঁড়ি পেরিয়ে যেতে হয়। এ ছাড়াও মন্দিরে পৌঁছোতে গেলে ভক্তেরা রোপওয়ের ব‍্যবহার করে থাকেন। এ দিন সকাল থেকেই খারাপ আবহাওয়া খারাপ ছিল। তাই রোপওয়ের মাধ্যমে যাত্রী পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যেহেতু সেখানে নির্মাণকাজ চলছে, মালপত্র বহনের জন্য রোপওয়ে চালু ছিল রোপওয়ে। 

স্থানীয় প্রশাসন সুত্রের খবর, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাত চার নম্বর টাওয়ারের কাছে আচমকা রোপওয়ের তার ছিঁড়ে পড়ে। সেই সময় নির্মাণকাজের ভারী কিছু নিয়ে যাওয়ার হচ্ছিল। এর পরেই ট্রলিটি প্রথম টাওয়ারের এসে সজোরে ধাক্কা মারে। রোপওয়েতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান। সেই সময় আরও একজন উপস্থিত ছিলেন। রোপওয়ের ধাক্কায় তিনিও প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে মোট ছ’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং একজন রাজস্থানের বাসিন্দা ছিলেন। বাকি তিনজন স্থানীয় বাসিন্দা। মৃতদের মধ্যে দু’জন শ্রমিক এবং দু’জন লিফ্ট‍ম‍্যান ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন গোধরা-পাঁচমহল রেঞ্জের আইজি রবীন্দ্র আসারি।

তার ছিঁড়ে যাওয়ার কারণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ট্রলিটি অতিরিক্ত ভার বহন করছিল কি না বা নিয়মিত পরিচর্যায় কোনও গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।


Share