Prashant Kishore Injured

বিহারে জনসভায় যোগ দিতে গিয়ে জখম জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোর, ভর্তি হাসপাতালে

জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর জখম হয়েছেন। পিকেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁকে পটনায় নিয়ে আসা হচ্ছে।

জনসভায় যোগ দিতে গিয়ে জখম পিকে।
এখন কলকাতা ডেস্ক: পটনা
  • শেষ আপডেট:১৮ জুলাই ২০২৫ ০৯:২৪

জনসভায় যোগ দিতে যাওয়ার সময় ঘখম হলেন জন সুরাজ পার্টি প্রধান প্রশান্ত কিশোর। শুক্রবার বিহারের আরায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে,  একটি জনসভায় যাওয়ার জন্য রোড শো করছিলেন। সেই সময় দলীয় কর্মীরা তাঁকে দেখতে ভিড় জমান। সেই ভিড়ের চাপে পড়েই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে খবর। প্রশান্তকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বর্তমানে পটনায় নিয়ে আসা হচ্ছে।

চলতি বছরেই বিহারের নির্বাচন। মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মাঠে নেমেছে প্রশান্তের জন সুরজ পার্টিও। সেই মর্মে শুক্রবার আরার বীর কুনওয়ার স্টেডিয়ামে “বিহার বদল সভা” নামে দলীয় কর্মসূচিতে যোগদান করতে রোড শো করে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টে নাগাদ সেই জনসভায় পৌঁছনোর কথা ছিল তাঁর। প্রশান্ত পৌঁছন প্রায় সন্ধ্যা ৬টা নাগাদ। ততক্ষণে প্রচুর দলীয় কর্মী-সমর্থকেরা ভিড় জমিয়েছিল। জানা গিয়েছে, সেই সময় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার গাড়ি দাঁড় করিয়ে দেন। প্রশান্ত গাড়ি থেকে নেমে কর্মীরাদের সঙ্গে কথা বলার সময় তাঁকে দেখতে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের চাপে পড়ে নিজের গাড়ির দরজায় গিয়ে পড়েন তিনি। জন সুরজ সুত্রের খবর, প্রশান্ত কিশোর বুকের পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন। ব্যথা অনুভব করায় তৎক্ষণাৎ আরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে পটনায় স্থানান্তরিত করতে বলেন। এ দিন এই দুর্ঘটনার জেরে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য না দিয়েই ফিরে গিয়েছেন পিকে।

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর বর্তমানে বিহারজুড়ে “জনসুরাজ যাত্রা” নামে একটি পদযাত্রা করছেন। তিনি এখনও পর্যন্ত ৬৬৫ দিনে মোট ২,৬৯৭টি গ্রাম, ২৩৫টি ব্লক এবং ১,৩১৯টি পঞ্চায়েত পরিভ্রমণ করেছেন। গ্রামের মানুষদের সঙ্গে সরাসরি মত বিনিময়ও করেছেন। সামনেই বিহার বিধানসভা নির্বাচন। এই কর্মসূচি পিকের রাজনৈতিক কৌশলেরই অংশ। সম্প্রতি জন সুরাজ পার্টি বিজেপির প্রাক্তন সাংসদ উদয় সিংহকে জাতীয় সভাপতি হিসাবে নিয়োগ করেছে। যদিও প্রশান্ত নিজে কোনও পদ গ্রহণ করেননি।


Share