Heatwave in Europe

তীব্র তাপপ্রবাহ গোটা ইউরোপ জুড়ে, ফ্রান্সে বন্ধ স্কুল, ইতালির ১৭টি শহরে সতর্কতা জারি

ইউরোপ জুড়ে গ্রীষ্মের শুরুতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। কোথাও কোথাও গরমের আগের সব রেকর্ড ভাঙছে। কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও ৪৬ ডিগ্রি, কোথাও কোথাও আবার তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। ইউরোপে দ্রুত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা অতীতে লক্ষ করা যায়নি বলেই মানছেন আবহবিদেরা।

ইতালিতে তাপপ্রবাহে নাজেহাল বাসিন্দারা।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট:০১ জুলাই ২০২৫ ১১:২৪

তাপপ্রবাহে নাজেহাল ইউরোপ। সবে গরম পড়তে শুরু করেছে। এরই মধ্যে অস্থির হয়ে পড়েছেন বাসিন্দারা। গ্রীষ্মের শুরুতেই ইউরোপে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। কোথাও কোথাও গরমের আগের সব রেকর্ড ভাঙছে। কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও ৪৬ ডিগ্রি, কোথাও কোথাও আবার তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই।

ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ও বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নালিসের মতে, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির গড়ের দ্বিগুণ গতিতে গরম বাড়ছে ইউরোপে। এই রকম ভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে মহাদেশটির লক্ষ লক্ষ মানুষ ঝুঁকির মুখে পড়ছেন। মহাদেশের বিভিন্ন দেশে মৃতের সংখ্যাও বাড়ছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইটালি, গ্রিস এবং সুইৎজ়ারল্যান্ডে। উত্তর গোলার্ধের দেশগুলিতে এই সময় তাপপ্রবাহের ঘটনা অস্বাভাবিক নয়। তবে তাপমাত্রার এই ঊর্ধ্বগতি আগে দেখা যায়নি।

ফ্রান্সে প্রায় ১৯০০ স্কুল বন্ধ রাখা হয়েছে। প্রতি দিনই সেই সংখ্যা বাড়ছে। দেশের ১৬টি জায়গায় লাল সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। পর্যটকদের জন্য বুধবারও আইফেল টাওয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

মিলান, রোম-সহ ইতালির ১৭টি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দিনের উষ্ণতম সময়ে ঘরের বাইরে বার না-হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। কিছু কিছু জায়গায় বাইরে কাজ বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি না-হওয়া পর্যন্ত সতর্কতা এবং নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইটালির বোলোনা শহরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্পেনের লা গ্রানাদো শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দশকে কখনও এত গরম পড়েনি সে দেশে। এই পরিস্থিতিতে সে দেশের সরকারি আবহাওয়া বিজ্ঞান সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে পরিস্থিতির বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অতীতে জুন মাসে স্পেনে এত গরম কখনও পড়েনি।

ব্রিটেনের বিভিন্ন জায়গার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তবে ইউরোপের অন্য দেশগুলির তুলনায় যুক্তরাজ্যে পরিস্থিতি কিছুটা ভাল। তবে সেখানেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।


Share