Minor Rape

দশ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নারায়ণগড়ে, গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ়

বাড়ি ফিরে মেয়েকে শুয়ে থাকতে দেখে মা তাকে জিজ্ঞাসা করেন। তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। মাকে সমস্ত ঘটনার কথা জানায়। এর মধ্যে এক প্রতিবেশীও মেয়েটির মাকে জানান, তিনি দেখেছেন অভিযুক্ত নাবালিকাকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৩:২৭

লালসার শিকার আবারও এক নাবালিকা। বছর দশেকের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪৫ বছরের এক ব্যক্তি। সোমবার ধৃতকে মেদিনীপুর পকসো আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁর দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। নাবালিকা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকায় বাসিন্দা। জানা গিয়েছে, নাবালিকার বাবা-মা কাজে বেরিয়ে ছিলেন। সেই সময় মেয়ে রাস্তার ধারে সাব-মার্সিবল থেকে জল আনতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে তাকে ডাকেন পাশের বাড়ির জেঠু। মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ওই প্রৌঢ় ধর্ষণ করে বলে অভিযোগ। উল্লেখ্য, নির্যাতিতার বাড়ির পাশেই অভিযুক্তের বাড়ি। নাবলিকা তাকে জেঠু বলে ডাকে বলে জানিয়েছে পরিবার। 

বাড়ি ফিরে মেয়েকে শুয়ে থাকতে দেখে মা তাকে জিজ্ঞাসা করেন। তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। মাকে সমস্ত ঘটনার কথা জানায়। এর মধ্যে এক প্রতিবেশীও মেয়েটির মাকে জানান, তিনি দেখেছেন অভিযুক্ত নাবালিকাকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছেন।

ঘটনাক্রমে নারায়ণগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করানো হয়। পুলিশের আবেদনে পকসো আদালতের বিচারক তাঁর দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের হেফাজতে নেওয়া হয়েছে।অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।


Share