Murder case

আপন মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন, অভিযোগে ধৃত ছেলে, তদন্তে ভরতপুর থানার পুলিশ

আপন মাকে কুপিয়ে খুনকরে গা ঢাকা দেওয়ার চেষ্টা ছেলের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বিষয়টি তদন্ত করছেন তারা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:২০

নিজের হাতে মাকে কুপিয়ে খুন করল মানসিক ভারসাম্যহীন ছেলে। ঘটনাটি ঘটে ভরতপুর থানার খয়রা গ্রামে। পুলিশি সূত্রে খবর, রবিবার মধ্যরাতে ঘটে ঘটনাটি। মাকে হাতে ও গলায় ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন তাঁরই ভারসাম্যহীন ছেলে। খুনের পর গ্রামেই গা ঢাকা দেওয়ার চেষ্টা করে সে। তল্লাশি চালিয়ে গ্রাম থেকেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেন ভরতপুর থানার পুলিশ।

স্থানীয়রা জানান, মৃতার নাম মিনতি গোস্বামী। খয়রা গ্রামের একটি বাড়িতে মা মিনতি গোস্বামী এবং ছেলে রঘুনাথ গোস্বামী থাকতেন। মিনতি দেবী প্রায় দেড় বছর ধরে অসুস্থ। শয্যাশায়ী অবস্থায় ছিলেন তিনি। সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন তার ছেলে।

ঘটনাস্থল থেকে মৃত মিনতি দেবীর দেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয় সেটি। কি কারণে এই খুন ,সেটির তদন্ত করছেন তারা।


Share