Road Accident

পথ দুর্ঘটনার বলি পুলিশকর্মী, এলাকায় শোকের ছায়া

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার রাজেশ মান্ডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করতেন। ২০০৬ সালে পুলিশের কাজে যোগদান করে প্রথমে কনস্টেবল ছিলেন। পরবর্তীতে এস আই হন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৫:৫০

পথ দুর্ঘটনার বলি এক পুলিশকর্মী। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাজেশ মান্ডি। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। বাড়ি থেকে একা সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন রাজেশবাবু। বাড়ি ফেরার সময় কোনও গাড়ি তাঁকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান। এলাকার দুই সিভিক ও স্থানীয় মানুষের সহযোগিতায় তাঁকে চিকিৎসা জন্য প্রথমে মগরা গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই পুলিশকর্মী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার রাজেশ মান্ডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করতেন। ২০০৬ সালে পুলিশের কাজে যোগদান করে প্রথমে কনস্টেবল ছিলেন। পরবর্তীতে এস আই হন। অসুস্থ থাকার জন্য গত নভেম্বর মাস থেকে রাজেশবাবু কাজে যাননি। মাঝেমধ্যে বাইকে করে কাজে যাওয়া আসা করতেন। এবার পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হল।


Share