TMC Inner Clash

দলের সভায় আমন্ত্রণ পাননি স্থানীয় বিধায়ক! বেদনা চেপে ফেসবুক পোস্ট করে দলের জয় চাইলেন বলাগড় বিধায়ক।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দলের এত বড় কর্মসূচিতে বর্তমান বিধায়কের অনুপস্থিতির কারন কি? এর নেপথ্যে কি রয়েছে দলের কোনও ভাবনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

মনোরঞ্জন ব্যাপারী।
নিজস্ব সংবাদদাতা, বলাগড়
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮

বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই। তার মধ্যেই বলাগড়ের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে অসামঞ্জস্যের ছবি। শুভেন্দু অধিকারীর সভার পাল্টা হিসেবে বলাগড়ের মাজদিয়া একতারপুরে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয় বুধবার। সেখানে আমন্ত্রণই করা হয়নি বলাগরের বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে।

এ ব্যাপারে নিজেই ফেসবুক পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। বলাগড় বাসীর উদ্যেশ্যে সমাজমধ্যমে তিনি লেখেন, আমি কনজুমার ও কোওপারেটিভ কমিটি টুরে নদিয়ার আছি। আগে থেকে জানানো হলে সরকারি কমিটির সফর বাতিল করে সভায় পৌঁছনোর চেষ্টা করতাম। তাঁকে যে এই সভায় আমন্ত্রণ করা হয়নি কথা তা তিনি স্পষ্ট ভাবে করেছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দলের এত বড় কর্মসূচিতে বর্তমান বিধায়কের অনুপস্থিতির কারন কি? এর নেপথ্যে কি রয়েছে দলের কোনও ভাবনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

এসআইআর এর কাজ নিয়ে হুগলি জেলা তৃনমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলাগড়ের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বিধায়ককে নির্দেশ দিয়েছিলেন বিএলএ দের সঙ্গে সমন্বয় রেখে রিপোর্ট দিতে।

এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে বলাগড় বিধায়ক নানা মন্তব্য করেছেন দলেরই বলাগড়ের নেতৃত্বের বিরুদ্ধে। যা শাসক দলের অস্বস্তি বাড়ায়। এর আগেও তৃণমূলের হুগলী সাংগঠনিক জেলার চেয়ারপারসনবিবিধায়ক অসীমা পাত্রকে বলাগড় বিদানসভা দেখতে নির্দেশ দিয়েছিলেন ।

ব্লক সভাপতি ও নেতৃত্বের সঙ্গে বিধায়কের গন্ডোগোলের জন্য বলাগড় ব্লকে কাউকে সভাপতি না করে কোর কমিটি করে দেওয়া হয়।

যদিও নিজের পোস্টে সভার সাফল্যের প্রশংসা করেছেন বিধায়ক। দলের প্রতি আনুগত্য বজায় রাখার বার্তাও দিয়েছেন তিনি। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে ভোটের মুখে দলের কর্মসূচি থেকেই বাদ পড়ে যাওয়া কি ভবিষ্যতের বড় কোনও ইঙ্গিত।


Share