Minor Death

বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে ভয়াবহ পরিণতি, নাগরদোলায় চুল আটকে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রীর

শুক্রবার রাতে মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরে চলন্ত নাগরদোলায় চুল আটকে উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আসনির খাতুন (১২)। স্থানীয়রা উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

মেলায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বিপত্তি। চলন্ত নাগরদোলায় চুল আটকে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রীর। শুক্রবার রাতে মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরে ভয়াবহ ঘটনাটি ঘটেছে। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম আসনির খাতুন। বয়স ১২ বছর। বাড়ি শামসেরগঞ্জের ধুলিয়ান পুর এলাকার লালপুরে। 

শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে স্থানীয় মেলায় ঘুরতে গিয়েছিল আসনি মেলায় থাকা নাগরদোলায় ওঠার সময় আচমকাই তার চুল দোলার যন্ত্রাংশে আটকে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছাত্রীকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।

হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় শামশেরগঞ্জ থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, নাগরদোলার নিরাপত্তাজনিত ত্রুটি ও পর্যাপ্ত তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। আসনির মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এলাকায় শোকস্তব্ধ পরিবেশ। মেলার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share