Enforcement Directorate

সাতসকালে ইডির অভিযান, বেআইনি লেনদেনের অভিযোগে তল্লাশি হুগলির রিষড়ায়, রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

বুধবার সকালে হুগলির রিষড়ায় আচমকাই হানা দেয় ইডির আধিকারিকরা। তিনটি গাড়িতে মোট ছয় জন সিআইএসএফকে নিয়ে ইডি তদন্তকারী আধিকারিকরা কৈলাসকুমার বর্মা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়।

শ্যামপানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা।
নিজস্ব সংবাদদাতা, রিষড়া
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩৭

সাত সকালে রিষড়ায় ইডির অভিযান। হুগলির রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ১৭ নং লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যামপানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। কৈলাসকুমার বর্মার বাড়িতে ইডির আধিকারিকেরা তল্লাশি‌ চালাচ্ছে। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। 

বুধবার সকালে হুগলির রিষড়ায় পৌঁছে যায় ইডির আধিকারিকেরা। তিনটি গাড়িতে মোট ছ’জন সিআইএসএফ জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি তদন্তকারী আধিকারিকেরা কৈলাসকুমার বর্মা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে। পরিবার সূত্রের খবর, তিনি কলকাতার একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টের কাজ করে। হুন্ডির কারবারের সঙ্গেও যুক্ত তিনি।

ইডি সূত্রের খবর, কৈলাসকুমার বর্মা হুন্ডির মাধ্যমে বেসরকারি সংস্থার সন্দেহজনক লেনদেন করেছে। সেই কাজের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। সেই কারণেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই অভিযান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই পরিবারের লোকজন আত্মকেন্দ্রিক। চায়ের দোকানে মাঝেমাঝে দেখা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ নেই। দীর্ঘদিন ধরেই রিষড়ার লক্ষ্মী পল্লী এলাকায় বসবাস করেন তিনি।


Share