Train Breakdown

ডাউন তারকেশ্বর লোকালে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, দু’ঘন্টা চরম ভোগান্তিতে নিত্যযাত্রীদের, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক

আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করলেওজ ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেন। রেলের কর্মীরা তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে সকাল ৮টা ২৬ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তারকেশ্বর-হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০১:৩৪

তারকেশ্বর-হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। এর জেরে বুধবার সকালে অফিস টাইমে বিঘ্নিত ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ট্রেন। তারকেশ্বর শাখার নালিকুল ও কামারকুণ্ডু স্টেশনের মাঝে ৩৭৩১৪ ডাউন তারকেশ্বর-হাওড়া লোকালের প্যানটোগ্রাফ ভেঙে যায়। যার ফলে প্রবল সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও ডাউন লাইনে পুরোপুরি ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেন। রেলের কর্মীরা তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে সকাল ৮টা ২৬ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলযাত্রীরা জানান, সাত সকালে ট্রেনে উঠে এই বিপত্তি ঘটেছে। ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় প্রবল সমস্যার মধ্যে পড়তে হয় তাঁদের। তাদের আরও অভিযোগ, ট্রেন থেকে নেমে অন্য যে পথেই রওনা দেবেন সেই সুযোগও নেই। ফলে ট্রেনেই বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। কেউ কেউ ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ বলেন, ‘সকাল সাড়ে ৬টা নাগাদ নালিকুল-কামারকুণ্ডু স্টেশনের মাঝখানে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। রেলের কর্মীরা গিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করেন। ৮টা ২৬ মিনিটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’


Share