Accident in Santragachi

সাঁতরাগাছি ব্রিজে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত সাত

সাঁতরাগাছি ব্রিজে সোমবার দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জন আহত হন। পুলিশের মতে, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
নিজস্ব সংবাদদাতা, সাঁতরাগাছি
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৬:৩৪

সাঁতরাগাছি ব্রিজে সোমবার দুপুরে ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজের উপরে দুই বাসের সামনে–সামনে ধাক্কাধাক্কি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বাস ওভারটেক করার চেষ্টা করার সময়ই সংঘর্ষটি ঘটে। এতে অন্তত সাত জন আহত হন। আহতদের অ্যাম্বুল্যান্সে করে দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ নম্বর রুটের বাসটি কলকাতার দিক থেকে এসে জাতীয় সড়কের দিকে উঠছিল। অন্যদিকে দিঘা থেকে হাওড়ার দিকে যাত্রীবোঝাই একটি বাস আসছিল। সেই সময়েই ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশের তৎপরতায় বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। একটি বাসের চালককে আটক করা হয়েছে। অন্য বাসের চালক পলাতক।

১১ নম্বর বাসের এক যাত্রী মাধবী ঢালি বলছেন, বাস খুব বাজে ভাবে চালাচ্ছিল। এমন ধাক্কা দিয়েছে। একজনের উপর পড়ে গিয়েছি। চোট লেগেছে। এসএসকেএম-এ ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই এমন ঘটনা।

১১ নম্বর বাসের আর এক যাত্রী জানান, বাসটি খুব বাজে ভাবেই চালাচ্ছিলেন চালক। উল্টোপাল্টা ব্রেক কষছিল প্রথম থেকেই। আমরা সামনে বসেছিলাম। হঠাৎ উল্টোদিকের একটা বাসের সঙ্গে ধাক্কা লাগল। সবাই আমাদের গায়ের উপর পড়ল। পায়ে খুব লেগেছে। অনেকেই আহত হয়েছেন।’


Share