Humayun Kabir Suspended

‘দলের সঙ্গে হুমায়ুনের কবিরের কোনও সম্পর্ক থাকবে না,’ ভরতপুররের তৃণমূল বিধায়ককে ‘আজীবনের জন্য’ সাসপেন্ড করল দল

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন হুমায়ুন। হুমায়ুন কবীর বলেন, ‘’আমি ফিরহাদ হাকিমকে তৃণমূলের নেতা বলেই মানি না। তৃণমূলের নেতা হিসেবে আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি। তাঁরা আমাকে কিছু বলেননি। ববি হাকিম কী বলছেন, তার জবাব দেবো না।’’

তৃণমূল থেকে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

একাধিক বার দলবিরোধী মন্তব্যের পরেও তিনি শোনেননি। বেশ কয়েক বার সতর্ক করা হলেও গ্রাহ‍্য করেননি। এমন পরিস্থিতিতে এ বার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল দল। বৃহস্পতিবার সকালে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানান, ধর্ম নিয়ে যাঁরা বিভাজনের রাজনীতি করেন, তাঁদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার জানিয়ে দিলেন রাজ‍্যের পুর নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘’পশ্চিমবঙ্গে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে থাকেন। এই ঐক্যই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল। হঠাৎ দেখা গেল আমাদের এক সঙ্গী দাবি করলেন, তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। বাবরি মসজিদ বাবর তৈরি করেছিলেন অযোধ্যায়। তা পশ্চিমবঙ্গে কেন হবে? রাজ্যে কেউ মন্দির বা মসজিদ তৈরি করলে আমাদের কোনও আপত্তি নেই। বাবরি মসজিদ ধ্বংসকে তৎকালীন নেতারা বলেছিল সবথেকে অন্ধকার দিন। বাবরি মসজিদ তৈরি করার মানে হল ধর্মান্ধতার দিকে ঠেলে দেওয়া।’’ 

এর পাশাপাশি তিনি বিজেপিকেও কটাক্ষ করে বলেন, “বিজেপি বিভাজনের রাজনীতি খেলল। আমার বিশ্বাস বিজেপির নির্দেশেই হুমায়ুন এই কথা বলেছেন।’’ অতীতে তাঁকে তিনবার দলের শৃঙ্খলারক্ষা কমিটি হুমায়ুনকে সতর্কও করেছিলেন বলে জানান ফিরহাদ।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন হুমায়ুন। হুমায়ুন কবীর বলেন, ‘’আমি ফিরহাদ হাকিমকে তৃণমূলের নেতা বলেই মানি না। তৃণমূলের নেতা হিসেবে আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি। তাঁরা আমাকে কিছু বলেননি। ববি হাকিম কী বলছেন, তার জবাব দেবো না।’’ হুমায়ুন আরও বলেন, “আমি কালই ইস্তফা দেব। নিজে দল গঠন করব। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।”

আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছিলেন ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলীয় নীতির উর্ধ্বে উঠে তাঁর এই সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি করে। এর আগেও একাধিকবার এমন মন্তব্য করেছিলেন যাতে দল বিড়ম্বনায় পড়ে। এমন মন্তব্য থেকে বিরত থাকতে দল বারবার সতর্ক করেছিল। কিন্তু তার পরেও তিনি থেমে থাকেননি।


Share