Road Acccident

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী গাড়ি, হাওড়ায় আহত কমপক্ষে সাতজন

আবারও ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটল হাওড়ার জয়পুর থানা এলাকায়। ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে তেলিবেড়িয়া এলাকায় উল্টে যায় যাত্রীবাহী জিও ম্যাজিক ভ্যান। এই ঘটনায় পাঁচজন স্কুলছাত্রী ও এক প্রসূতি মহিলা-সহ মোট সাতজন আহত হন।

ঘটনায় উল্টে যাওয়া গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৮

আবারও ওভারটেকের জেরে ঘটল দুর্ঘটনা। ডাম্পারকে পাশ কাটিয়ে যেতে গিয়ে উল্টে গেল যাত্রিবাহী ম‍্যাজিক গাড়ি। হাওড়ায় জয়পুর থানা এলাকায় কুলিয়া থেকে জয়পুর পুরোনো হাসপাতাল যাওয়ার রাস্তায় তেলিবেড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন সাতজন। জখমদের মধ্যে পাঁচজন স্কুলছাত্রী এবং একজন প্রসূতিও রয়েছেন। সকলকেই প্রাথমিক চিকিৎসার জন্য জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। 

দিন কয়েক আগেই উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে চলা পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় তিন স্কুল ছাত্রর মৃত্যু হয়েছিল। এ বার এক যাত্রীবাহী ম্যাজিক ভ্যান উল্টে গিয়ে আহত হল কমপক্ষে সাতজন যাত্রী। এরমধ্যে জন পাঁচেক স্কুল ছাত্রী রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর একজন প্রসূতি মহিলা। তবে গাড়িটির বেহাল দশা ছিল। চাকা বাইরের অংশ একাধিক জায়গায় ফেটে চৌঁচির হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই পরিবহন দফতর এবং পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন যাত্রী নিয়ে একটি ম্যাজিক ভ্যান জয়পুর থেকে কুলিয়ার দিকে যাচ্ছিল। সেখানেই একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। আচমকা দুর্ঘটনায় যাত্রীরা একে অপরের ওপর আছড়ে পড়েন। ঘটনায় গাড়ির পিছনে ঝুলে থাকা কয়েকজন যাত্রীও ছিটকে পড়ে যান। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখমদের উদ্ধার করেন। তাঁদের জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই ভ্যানচালক পলাতক।

আহতদের মধ্যে পাঁচজন ছাত্রী ছিলেন। তাঁরা জয়পুর ফকির দাস ইনস্টিটিউশনের পড়ুয়া। স্কুল ছুটির পর ওই ম্যাজিক ভ্যানে করেই তারা বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ এসে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অভিভাবকদের জানান।

স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় যেসব গাড়িগুলো চলে প্রত্যেকটিরই বেহাল দশা। কোনও গাড়ির চাকার একাধিক জায়গায় ফেটে গিয়েছে, কোনও গাড়ি বিভিন্ন জায়গায় ভাঙা অথবা ফুটো রয়েছে। পুলিশ জানিয়েছে সেগুলোর খোঁজখবর করে দেখা হচ্ছে। চালককে ধরার চেষ্টা করা হচ্ছে।


Share