Lionel Messi

মেসির জন্য বিশেষ চমক রিষড়ার ফেলু মোদকে, তৈরি হচ্ছে প্রায় সাড়ে চার কেজি ওজনের ‘মহাসন্দেশ’

উল্লেখ্য, শুক্রবার রাতে লিওনেল মেসি কলকাতায় আসছে। আগামীকাল তাঁর এক গুচ্ছ কর্মসূচী রয়েছে। কলকাতা তথা সমগ্র রাজ্য জুড়ে রয়েছে তাঁর অনুগামীরা। পারত পক্ষে বলাই যায় আগামীকাল কার্যত 'মেসিময়' হতে চলেছে কলকাতা।

কেজি ওজনের ‘মহাসন্দেশ’
নিজস্ব সংবাদদাতা, রিষড়া
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:০৪

মেসির জন্য বিশেষ চমক রিষড়ার ফেলু মোদকের মিষ্টির দোকানে। তাঁর জন্য প্রায় সাড়ে চার কেজি ওজনের এক ‘মহাসন্দেশ’ তৈরি হচ্ছে। বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি শুক্রবার গভীর রাতেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি হোটেলে পৌঁছোনোর কথা তাঁর। আর সেই হোটেলেই পৌঁছে যাবে এই রিষড়ার বিখ্যাত ফেলু মোদকের তৈরি বিশেষ নলেন গুড়ের সন্দেশ।

ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, মেসির জন্য প্রায় সাড়ে চার কেজি ওজনের এক ‘মহাসন্দেশ’ তৈরি হচ্ছে। নলেন গুড়ের পাশাপাশি এতে থাকবে উৎকৃষ্ট মানের ছানা, পেস্তা, কেশর-সহ নানা উপাদান। পুরো মিষ্টিটি তৈরি হচ্ছে মেসির মূর্তির আকৃতিতে, আর্জেন্টিনার বিখ্যাত নীল–সাদা জার্সি গায়ে। সম্পূর্ণ ভেষজ উপায়ে অপরাজিতা ফুলের রং দিয়ে জার্সির নীল রং করা হচ্ছে। তিনি বলেন, “নিজের হাতের তৈরি জিনিস এরকম একজন মানুষের হাতে তুলে দেব। খুব গর্ব অনুভব করছি।“

অতীতে ফুটবলার পেলে ও মারাদোনার জন্যও এরকম মিষ্টি বানানো হয়েছিল। তবে মেসির আগমনকে ঘিরে উন্মাদনা অন্যবারের তুলনায় অনেক বেশি। উল্লেখ্য, শুক্রবার রাতে লিওনেল মেসি কলকাতায় আসছে। আগামীকাল তাঁর এক গুচ্ছ কর্মসূচী রয়েছে। কলকাতায় তথা সমগ্র রাজ্য জুড়ে রয়েছে তাঁর অনুগামীরা। পারত পক্ষে বলাই যায় আগামীকাল মেসিময় হতে চলেছে কলকাতা।


Share