Jafrabad Murder Case

জাফরাবাদে হরগোবিন্দ ও চন্দন দাসকে কুপিয়ে খুনের ঘটনায় রায় দিল আদালত, ১৩ জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের

রাজ‍্য পুলিশের ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে এই মামলার তদন্ত হয়েছে। খুনের ঘটনায় মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি ভিন্‌রাজ্য থেকেও অভিযুক্তদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে সাফল্য পেয়েছে পুলিশ।

বাবা-ছেলে খুনের ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের।
নিজস্ব সংবাদদাতা, জঙ্গিদের
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে গত ১২ এপ্রিল মুর্শিদাবাদে সুতি, সমশেরগঞ্জ-সহ একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটে। সেই আবহে খুন হন জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস। গ্রেফতার হয় ১৩ জন। সোমবার এই ১৩ জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। আজ, মঙ্গলবার ১৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত।

ধৃতদের নাম, দিলদার নদাব (২৮), আসমাউল নদাব ওরফে কালু (২৭), এনজামুল হক ওরফে বাবলু (২৭), জিয়াউল হক (৪৫), ফেকারুল শেখ ওরফে মহক (২৫), আজফারুল শেখ ওরফে বিলাই (২৪), মনিরুল শেখ ওরফে মনি (৩৯), ইকবাল শেখ (২৮), নুরুল ইসলাম (২৩), সাবা করিম (২৫), হযরত শেখ ওরফে হযরত আলী (৩৬), আকবর আলী ওরফে আকবর শেখ (৩০) এবং ইউসুফ শেখ (৪৯)।

জাফরাবাদে খুনের মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে। মঙ্গলবার ১৩ জনের মধ্যে ১৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। আসামিদের আইনজীবী সাজা ঘোষণার আগেই জানিয়েছিলেন, প্রয়োজনে হাই কোর্টে যাবেন তাঁরা। ঘটনার ৫৫ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করা হয়। তার প্রেক্ষিতে তাঁরা দ্রুত শুনানির আবেদন করেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, ঘটনার দিন ঘরের ভিতর থেকে বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়।

রাজ‍্য পুলিশের ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে এই মামলার তদন্ত হয়েছে। খুনের ঘটনায় মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি ভিন্‌রাজ্য থেকেও অভিযুক্তদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে সাফল্য পেয়েছে পুলিশ।


Share