Special Intensive Revision

ভোটার কার্ডে পদবির বানান ভুল, আতঙ্কে আত্মঘাতী মহিলা, কোচবিহারের ঘটনা

হাচনা বিবির আধার কার্ডে ঠিকঠাক বানান থাকলেও ভোটার কার্ডে রয়েছে হাচনা ‘রিবি’ লেখা। হাচনার দেওরের ছেলের দাবি, ‘এই বানান ভুল নিয়ে খুবই ভয় পাচ্ছিল। আমরা সকলে বোঝাই, এমনকী ছেলে বানান ঠিক করার চেষ্টাও করছিল। তার মধ্যে এই ঘটনা।’

হাচনা বিবি
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৭

ভোটার কার্ডে পদবির বানান ভুল। সেই আতঙ্কে আত্মঘাতী হলেন এক মহিলা। কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্য বালাভূতের ঘটনা। মৃতের নাম হাচনা বিবি (৫৬)। পরিবারের দাবি, হাসনার আধার কার্ড ও ভোটার কার্ডে পদবির বানান আলাদা। তাই নিয়ে চিন্তায় ছিলেন। অভিযোগ, এর মধ্যে কেউ মাথায় ঢুকিয়েছে, এই ভুলের জন্য তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এর পরেই মঙ্গলবার বিকেলে বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ।

হাচনা বিবির আধার কার্ডে ঠিকঠাক বানান থাকলেও ভোটার কার্ডে রয়েছে হাচনা ‘রিবি’ লেখা। হাচনার দেওরের ছেলের দাবি, ‘এই বানান ভুল নিয়ে খুবই ভয় পাচ্ছিল। আমরা সকলে বোঝাই, এমনকী ছেলে বানান ঠিক করার চেষ্টাও করছিল। তার মধ্যে এই ঘটনা।’

পরিবারের দাবি, হাচনার বাবা, মায়েরও এ দেশে জন্ম। হাচনার জন্মও ভারতেই। স্বামী পানের দোকান চালান, ছেলে ইটভাটায় কাজ করেন। মঙ্গলবার বিকেলে যখন বাড়িতে কেউ ছিলেন না, সেই সময়ে এই ঘটনা ঘটান তিনি। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, এই এসআইআর মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতেই করা হয়েছে। ভয়ে কেউ কেউ নিজেকে শেষ করে দিচ্ছে।


Share    

SIR