Special Intensive Rivision

নিবিড় সংশোধনে ফাঁস ‘কারসাজি’! ভাগ্নি জামাইয়ের ভুয়ো পরিচয়ে থানায় অভিযোগ শ্বশুরের

তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ এলাকায় এসআইআর শুরু হতেই ফাঁস ঘরজামাই বিকাশ দাসের ‘কারসাজি’। শ্বশুর অমল দাসের পরিচয়ে নথি বানানোয় চাঞ্চল্য, অভিযোগের পর থেকেই উধাও বিকাশ। নাগরিকত্ব নিয়েও প্রশ্ন।

বক্সিরহাট থানা
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৪২

তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা এলাকায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরুর পর প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। প্রায় এক দশক ধরে ভাগ্নি জামাইয়ের বাবা হিসেবেই পরিচিত ছিলেন স্থানীয় বাসিন্দা অমল দাস। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ধরা পড়ে তাঁর ভাগ্নি জামাই বিকাশ দাসের ‘কারসাজি’। এরপরেই অমল ভরসা হারিয়ে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন।

অমল দাসের পরিবারে পাঁচ কন্যা রয়েছে, কোনও পুত্র নেই। ভাগ্নি জামাই বিকাশ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকেন। অমলের অভিযোগ, এসআইআর পর্বের সময় তিনি জানতে পারেন, বিকাশ তাঁকে নিজের বাবার পরিচয় দেখিয়ে ভোটার কার্ড-সহ বিভিন্ন সরকারি নথি তৈরি করে ফেলেছেন। অথচ বিকাশের সঙ্গে তাঁর কোনও রক্তের সম্পর্ক নেই, এমনকি পারিবারিক সম্পর্কও তেমন ভালো নয়। ফলে যে কোনও সময় বিকাশ সম্পত্তির দাবি করতে পারেন, এই আশঙ্কায় অমল উদ্বিগ্ন হয়ে পুলিশে অভিযোগ জানান।

এ ঘটনার পর গ্রাম জুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, বিকাশ আদৌ ভারতীয় নাগরিক কিনা। 

এদিকে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই বিকাশ উধাও। শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, দরজায় তালা ঝুলছে। কোথায় গেছেন, তা কেউ বলতে পারছেন না। স্থানীয়দের ধারণা—বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি।


Share