Border On Alert

ওপারে অস্থিরতা, এপারে উদ্বেগ, ফুলবাড়িতে স্বাভাবিক থাকলেও সীমান্তজুড়ে নিরাপত্তা তুঙ্গে

ঢাকার অস্থিরতার আঁচ ভারত–বাংলাদেশ সীমান্তে। নিরাপত্তা জোরদার, বিএসএফের কড়া নজরদারি। ফুলবাড়িতে পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমান্তবাসীর উদ্বেগ বাড়ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৪১

ঢাকার অস্থির পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ভারত–বাংলাদেশ সীমান্তেও। বাংলাদেশে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে দুই দেশের সম্পর্কের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত লাগোয়া একাধিক জেলায় নজরদারি আরও কড়া করা হয়েছে এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

তবে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, শিলিগুড়ির ফুলবাড়ি ইন্দো–বাংলা সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে, সম্প্রতি ঢাকা থেকে ভারতে ফিরে আসা ভারতীয় নাগরিক জয়ন্ত কুমার জোয়ারদার জানান, ঢাকার পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তাঁর দাবি, চারদিকে ভয় ও অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

সামগ্রিক পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখলেও সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


Share