Border Power Showcase

বাংলাদেশ সীমান্তঘেঁষা বালুরঘাটে ভারতীয় সেনার শক্তি প্রদর্শন, যুবসমাজকে অনুপ্রাণিত করতে দু’দিনের মহড়া ও অস্ত্র প্রদর্শনী

বাংলাদেশ সীমান্তঘেঁষা বালুরঘাটে ২১ ও ২২ ডিসেম্বর ভারতীয় সেনার ‘সশক্ত সেনা সমৃদ্ধ ভারত’ প্রদর্শনী। আধুনিক অস্ত্র, সরাসরি মতবিনিময়ে উৎসাহিত যুবসমাজ, বাড়ছে কৌতূহল ও আগ্রহ।

বালুরঘাটে ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শনীর সরঞ্জাম
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:০৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বর্তমান টানাপোড়েনের আবহে সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুরে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আগামী ২১ ও ২২ ডিসেম্বর বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী’। তিন দিক থেকে বাংলাদেশ সীমান্তে ঘেরা জেলার সদর শহর বালুরঘাটে ইতিমধ্যেই সেনাবাহিনীর আধুনিক অস্ত্র ও সরঞ্জাম পৌঁছে গিয়েছে।

জেলাবাসী ও সাধারণ মানুষকে এই প্রদর্শনীতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, জাতির সেবায় নিবেদিত ভারতীয় সেনাবাহিনী দেশের অনুপ্রেরণার প্রধান স্তম্ভ। নাগরিক সমাজের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগ আরও মজবুত করা এবং যুবসমাজকে অনুপ্রাণিত করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টায় বালুরঘাট স্টেডিয়ামে প্রদর্শনীর উদ্বোধন হবে। সেখানে সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শিত হবে। সামরিক ও অসামরিক ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকায়, সাধারণ মানুষ সরাসরি সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা রয়েছে এবং সেখানে নির্বাচন আসন্ন। এর মধ্যেই কিছু নেতার ভারত-বিরোধী মন্তব্য সামনে এসেছে। দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকেই বাংলাদেশ সীমান্ত থাকায় এবং সীমান্তবর্তী এলাকাগুলি বালুরঘাট শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হওয়ায়, এই সেনা প্রদর্শনী নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন অনেকে।

তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। যুবসমাজকে উদ্বুদ্ধ করার প্রশ্নে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।

তবে রাজনৈতিক মতভেদের বাইরে, বালুরঘাটে সেনাবাহিনীর এই প্রদর্শনী নিয়ে যুবসমাজের মধ্যে যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।  


Share