Kaliaganj Rape-Murder Case

কালিয়াগঞ্জ ছাত্রী ধর্ষণ-খুন মামলায় রাজ্য পুলিশের তদন্তেই ভরসা, সিবিআইয়ের প্রয়োজন নেই, হাইকোর্টে দাবি রাজ্যের

কালিয়াগঞ্জে ছাত্রী ধর্ষণ-খুন মামলায় রাজ্য পুলিশের তদন্তেই আস্থা, সিবিআইয়ের প্রয়োজন নেই কলকাতা হাই কোর্টে দাবি রাজ্যের। দু’সপ্তাহে হলফনামা জমার নির্দেশ ডিভিশন বেঞ্চের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জ
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৩:১৮

কালিয়াগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রয়েছে বলে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে জানাল রাজ্য সরকার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনজীবী দাবি করেন, এই ঘটনায় অন্য কোনও সংস্থার তদন্তের প্রয়োজন নেই। আদালত রাজ্যের এই অবস্থান লিখিত হলফনামা আকারে দু’সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে পড়শি গ্রামের এক যুবকের বিরুদ্ধে। সাহেবঘাটা সংলগ্ন পালোইবাড়ি এলাকার ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে একটি পুকুরপাড়ে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়।

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের নিয়ে একটি সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের দিয়ে এমন গুরুতর অপরাধের তদন্ত করা আইনসঙ্গত নয়। এ দিন ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনজীবী আরও জানান, মৃত ছাত্রীর মা রাজ্য পুলিশের তদন্তের উপরই আস্থা রেখেছেন।


Share