TMC Leader Killed

নববর্ষের রাতে রায়গঞ্জের যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, গ্রেফতার দু’জন

নতুন বছরের শুরুতেই রায়গঞ্জে চাঞ্চল্য। যুব তৃণমূল নেতা নব্যেন্দু ঘোষ গুলিবিদ্ধ হয়ে খুন। বর্ষশেষের রাতে বাড়ির কাছেই পিকনিকের সময় হামলা। ঘটনায় দু’জন গ্রেফতার করা হয়েছে। উদ্ধার আগ্নেয়াস্ত্র।

নবেন্দ্যু ঘোষ ও তাঁর মা
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১১:৪২

বছরের প্রথম দিনই উওর দিনাজপুরের রায়গঞ্জে চলল গুলি। সেখানকার যুব তৃণমূলের নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম নব্যেন্দু ঘোষ (৩৭)। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, নব‍্যেন্দু রায়গঞ্জের মোহনবাটি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। নববর্ষের রাতে নিজের বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন নব্যেন্দু। সেই সময়ই তাঁর ওপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। সেখানকার চিকিৎসকেরা নব‍্যেন্দুকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, নব্যেন্দুর বুকে একটি ক্ষত ছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদেহে গুলির চিহ্ন পাওয়া গেছে। তদন্তে নেমে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ তদন্ত করে দেখে পুলিশ এবং রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। তবে সেটি খুনের জন্য ব‍্যব্যবহার করা হয়েছিল কি না, তা স্পষ্ট করেনি পুলিশ।

নব্যেন্দু ঘোষের মৃত্যুতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। যদিও এই খুনের নেপথ্যে কী কারণ তা স্পষ্ট নয়। নব্যেন্দুর মার অভিযোগ, নব‍্যেন্দুকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। তিনি বলেন, “বুধবার রাতে ও আমাকে জড়িয়ে ধরে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ও এখন পার্টির প্রোগ্রামে যাচ্ছিল না। দোকানদারি করছিল। কে শত্রুতা করল, আমি জানি না।” নব্যেন্দুর বাবা অন্ততকুমার ঘোষ বলেন, “ও বুধবার রাত ১২টার আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতে বাড়িতে এসেছিল। এর পরে পিকনিকে চলে যায়। তার পরে কী ঘটেছে, আমি জানি না।”

শহর তৃণমূল সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরীর কথায়, “এ ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ও রাজনৈতিক ভাবে সক্রিয় ছিল। রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয়। ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন।”


Share